জলপাইগুড়ি – জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের কলাবাড়ি চা বাগানে ফের চিতাবাঘের আক্রমণে প্রাণ হারাল এক তিন বছরের শিশু। শুক্রবার সন্ধ্যায় বানারহাট থানার অন্তর্গত এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত শিশু আয়ুষ কালান্দি দাদুর সঙ্গে বাড়ির সামনের রাস্তায় বসে ছিল। সেই সময় হঠাৎ পাশের জঙ্গলের ঝোপ থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। শিশুটির দাদু বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও চিতাবাঘ ততক্ষণে গভীর বাগানের দিকে শিশুটিকে নিয়ে চলে গিয়েছিল।
এরপর স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালিয়ে চা বাগানের ১৮ নম্বর সেকশনে শিশুটির নিথর দেহ খুঁজে পান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন বিভাগের কর্মীরা। তবে তাঁদের ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গত এক বছরেই এই এলাকায় চিতাবাঘের আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু বন দপ্তর কোনও দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হলে বানারহাট থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। যদিও শুক্রবার রাত পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে চা বাগান সংলগ্ন এলাকাগুলিতে আবারও বন্য প্রাণীর হানায় প্রাণহানির ঘটনা ঘটায় সাধারণ মানুষ দিশেহারা। স্থানীয়দের দাবি, অবিলম্বে এলাকায় নজরদারি বাড়ানো, সচেতনতা কর্মসূচি এবং বনদপ্তরের তরফে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এমন ঘটনা ভবিষ্যতে এড়ানো যায়।
