ডুয়ার্সে বন্যায় নদী ভাঙ্গনে দিশেহারা এলাকার মানুষজন,অবরোধ হাইওয়ে

ডুয়ার্সে বন্যায় নদী ভাঙ্গনে দিশেহারা এলাকার মানুষজন,অবরোধ হাইওয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:-▪ একদিকে করোনা অন্যদিকে পাহাড় ও সমতলের রাতভর বৃষ্টিতে ডুয়ার্সে বন্যায় নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে গিয়েছে সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের চা বাগান লাগোয়া মানুষ।নদীর জলে ভেসে গিয়েছে বাড়ি এবং কয়েকশো সুপারি গাছ ,বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়দের অভিযোগ এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিক খোঁজখবর নেয়নি , মেলেনি কোনরকম সরকারি ত্রাণ।এলাকাবাসী তীব্র ক্ষোভে বিকেল হতেই এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে। প্রায় এক ঘন্টা ধরে তাদের এই অবরোধ চলে, যার জলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ধূপগুড়ি অ্যাডিশনাল এসপি ডেনড্রুপ শেরপার নেতৃত্বে বানারহাট ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top