খেলা – গত বৃহস্পতিবার ডুরান্ড কাপের সূচনামূলক ম্যাচে ত্রিভুবন আর্মি ক্লাবের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় তুলে নিল জামশেদপুর এফসি। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে জামশেদপুরের হয়ে গোল করেন সার্থক গোলুই, মনবীর সিং এবং নিখিল বার্লা। প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্পাত নগরীর ক্লাবটি। দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করলেও ম্যাচের শেষ বাঁশি বাজতেই জয় নিশ্চিত হয় জামশেদপুরের।
ম্যাচে হারলেও সাহসী ও দৃষ্টিনন্দন ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছে ত্রিভুবন আর্মি ক্লাব। দলের কোচও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে, গোটা ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কাড়েন ভারতীয় স্ট্রাইকার মনবীর সিং। একটি গোল করার পাশাপাশি দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। তবুও তাঁর জোরদার উপস্থিতি ও মাঠজুড়ে প্রভাব বিস্তারের সুবাদে তাঁকেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনবীর জানান, “গোল করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। প্রথম ম্যাচ ছিল, কঠিনও ছিল। তবে স্ট্রাইকাররা গোল করলে দলের মনোবল বেড়ে যায়। সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে। চেষ্টা থাকবে পরবর্তী ম্যাচে ক্লিনশিট রাখার এবং দলকে কোয়ার্টার ফাইনাল বা ফাইনালে নিয়ে যাওয়ার।”
প্রসঙ্গত, গত আইএসএল মরসুমের মাঝপথে মনবীরকে সই করিয়েছিল কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব। তাঁর যোগদানে সেবার আক্রমণভাগ অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছিল। তবে নতুন মরসুমের শুরুতেই ফের জামশেদপুর এফসি-তে ফিরে আসেন এই ভারতীয় ফরোয়ার্ড। এবারের জয় নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
