খেলা – ঐতিহাসিক ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি। সোমবারের খেলায় তারা কলকাতা লিগের অন্যতম শক্তিশালী দল মহামেডান স্পোর্টিংকে ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার, যা তাদের ডুরান্ড কাপের অভিষেককে এক স্মরণীয় মুহূর্তে পরিণত করেছে।
উল্লেখ্য, সম্প্রতি ঘরোয়া লিগের ম্যাচেও মহামেডান স্পোর্টিংকে হারিয়েছিল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার প্রশিক্ষণে থাকা দলটি এবারই প্রথম আই লিগেও অংশ নিতে চলেছে, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জের পাশাপাশি আত্মবিশ্বাসের বড় উৎস হয়ে উঠেছে।
