ডুয়ার্সের রিসোর্ট গুলির ক্ষেত্রে নিয়মে শিথিলতা আনল বন দপ্তর। ডুয়ার্সের রিসোর্ট গুলির ক্ষেত্রে বেশ কিছু নিয়মে শিথিলতা আনল বন দপ্তর। এই শিথিলতার ফলে কিছুটা স্বস্তি পেলেন রিসর্ট মালিকরা, কিছুটা আনন্দ পেলেন ডুয়ার্সপ্রেমীরাও। চলতি বছরের মে মাসের ৫ তারিখে বন দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বন সংলগ্ন এক কিমি এলাকায় মধ্যে সমস্ত রিসোর্ট গুলিতে বন ফায়ার বা ক্যাম্প ফায়ার পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল।
পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট, এবং মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল বন দফতর। যার ফলে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকরা কিছুটা আশাহত হয়েছিলেন। তবে চলতি মাসের ৫ তারিখে বন দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকা দেওয়া হয় সমস্ত পর্যটন ব্যবসায়ীদের। তাতে নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে, রিসর্টে মাইক বা সাউন্ড বক্স বাজানোর ক্ষেত্রে সকাল দশটা থেকে রাত দশট পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। যা কিনা পুরোপুরি বন্ধ ছিলো। বন ফায়ার বা ক্যাম্প ফায়ারের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ইউক্রেনজুড়ে নতুন করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা শুরু করল রাশিয়া
নির্দেশিকায় বলা হয়েছে ক্ষীণ আলোয় বন ফায়ার বা ক্যাম্প ফায়ার রাত ৮ টা পর্যন্ত করা যেতে পারে। যা কিনা আগে পুরোপুরি নিষিদ্ধ করে ছিলো বন দফতর। বিষয়টি নিয়ে লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক দিব্যেন্দু দেব জানান বন দফতরের এই সিন্ধান্তে তারা খুশি। ক্যাম্প ফায়ারের ক্ষত্রে রাত ৮টা পর্যন্ত ছাড় দেওয়ায় পর্যটকরা ডুয়ার্সে বেড়াতে এসে এর আনন্দ নিতে পারবেন।
আর মাইক বাজানোর ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে তারা পুরোপুরি সমর্থন করেন। বিষয়টি নিয়ে গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি অনিন্দ্য মুখার্জি জানান বন দফতরের এই সিদ্ধান্ত তারা সমর্থন করেন তারা। বন্যপ্রাণীদের বিষয়টি মাথায় রেখে পর্যটক এবং রিসোর্ট মালিকদের কথাও মাথায় রেখে যে সিন্ধান্ত নিয়ছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য।