ডেউচা পাচামি কয়লা শিল্পে দ্বিতীয় দফায় জমিদাতাদের গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ডেউচা পাচামি কয়লা শিল্পকে বাস্তবে রূপ দেবেন। সেই মোতাবেক বিরোধী রাজনৈতিক দল সিপিএম বিজেপির তৈরি করা মিথ্যা অপপ্রচার কুৎসাকে মোক্ষম জবাব দিয়ে বীরভূমের বুকে পৃথিবীর সর্ববৃহৎ ডেউচা পাচামি কয়লা শিল্প গড়ে উঠতে চলেছে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি প্রতিশ্রুতি মোতাবেক দু’ভাগে পাঁচশো জন বেকার যুবকের রাজ্য পুলিশের জুনিয়র কনস্টেবলে চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা শারীরিক ত্রুটির জন্য পুলিশের চাকরিতে যোগদান করতে পারছেন না তাদেরকে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হবে। সেই কথামতো রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দেয়, মোহাম্মদ বাজার ব্লক অফিসে বিভিন্ন দপ্তরের স্পেশাল গ্রুপ ডি পদে জমিদাতাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। একশো তেরো জনের নথি ইতিমধ্যে যাচাই হয়ে গেছে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, ২৩৮ জন প্রার্থীকে স্পেশাল গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য প্রথম ধাপের কাজ শুরু করা হয়।
সিউড়ি সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, প্রথম ধাপে প্রস্তাবিত অঞ্চলের সমীক্ষা খনন সম্পন্ন হয়েছে, দ্বিতীয় ধাপ অর্থাৎ ডেউচা পাচামি কয়লা শিল্পের জন্য আঠারোটি জায়গায় খনন সমীক্ষার কাজ চলছে, নতুন নতুন আবেদন জমা পড়েছে। প্রশাসনের তরফে সমস্ত জমিদাতাদের কাগজপত্র নথি যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ১৭ বছর বয়সী জমিদাতাদের আগামী এক বছর অর্থাৎ ১৮ বয়স না হওয়া পর্যন্ত তাদের হাতে দশ হাজার টাকা করে দেওয়া হবে।
কিছুদিন আগে কয়লা শিল্প বানচাল করতে ডেউচা পাচামি দেশে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মিথ্যা অপপ্রচার করে বলেছিলেন কোনভাবেই এই কয়লা শিল্প বাস্তবায়িত করতে পারবেনা রাজ্য সরকার, কিছু মানুষকে ভুল বোঝাতে তিনি সক্ষম হয়েছিলেন, কিন্তু বীরভূমের জেলা শাসক বিধান রায় ও পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী পারদর্শিতায় সাধারণ মানুষকে শিল্প হলে আদিবাসী মানুষদের জীবনযাপনের মান বদলে যাবে, তাদের পরিবারের ছেলে কিভাবে সরকারি চাকরি করবে, সুরক্ষিত হবে তাদের ভবিষ্যৎ।
আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ
প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এলাকার আদিবাসী মানুষরা সিদ্ধান্ত নেয় আদিবাসীদের পরবর্তী প্রজন্মকে ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে সরকারি চাকরি এবং শিল্পের পক্ষে থাকতে হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, বিরোধীরা এমন বিরোধিতা করে তাতে তাদের জনভীওি নষ্ট হয়ে যায়। সিপিএম বিজেপি কংগ্রেস যত মিথ্যাচার করবে ততোই তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ সমর্থন জানাবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী সব সময় উন্নয়নের পক্ষে থাকতেই পছন্দ করেন। প্রাথমিকভাবে ডেউচা পাচামি কয়লা শিল্প শুরু হতে চলেছে প্রায় এক হাজার একর জমির উপরে, সূত্র মারফত জানা যায়, প্রথম পর্যায়ে যে খননকার্য হয়েছে সেখান থেকে কয়লা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষাকেন্দ্রে।
কয়লার মান যাচাইয়ের পর কয়লা উওোলেনের কাজ শুরু করা হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কয়লা শিল্পকে কেন্দ্র করে প্রায় এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। কয়লা শিল্প বাস্তবায়িত হলে বিরোধীদের রাজনৈতিক মুখ পুড়বে তাই যে ভাবেই হোক কয়লা শিল্প হতে দেওয়া যাবে না এমন পণ করেছে রাজ্যের বিরোধী শিবির বিজেপি সিপিএম কংগ্রেস, কিন্তু এলাকার মানুষের দাবী তারাও এককাট্টা , কোনো ভাবেই রাজনৈতিক স্বার্থে এই শিল্পের ভবিষ্যৎ অন্ধকারে ডুবতে দেবেনা।
গ্রুপ ডি পদের চাকরিপ্রার্থী সূর্য হেমব্রম এবং সোম হেমব্রম বলেন, শিক্ষাগত যোগ্যতা না থাকায় জুনিয়র কনস্টেবল চাকরি হয়নি। জমি দেবার পরে সরকারি চাকরি পাব কিনা এই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আমাদের জন্য, প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ফোন করে নথি জমা দিতে বলা হয়, যাবতীয় নথিপত্র জমা দিলাম। আমরা মুখ্যমন্ত্রীর ভূমিকায় সন্তুষ্ট ও খুশি।