ডেঙ্গি পরিস্থিতিতে সাফাই কর্মীদের বড়ো অফিসে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সাফাই কর্মীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই তিন মাস অন্তর অন্তর স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা শিলিগুড়ি পুরনিগমের। বছর ভর শহরের নিকাশি নালা পরিচ্ছন্ন করে সুস্থ পরিবেশ বজিয়ে রাখতে কাজ করে চলেন তারা। তারওপর ডেঙ্গির পরিস্থিতিতে ওয়ার্ডে ওয়ার্ডে আবর্জনা নিষ্কাশনের বাড়তি চাপ রয়েছে এই সাফাই কর্মীদের ওপর।
তবে তৃনমূল পুর বোর্ড ক্ষমতায় আসীন হয়েই সাফাই কর্মীদের স্বাস্থ্য ও চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করেন। পুরোবোর্ডের দায়িত্ব হাতে মিলতেই সাফাই কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বীমা প্রদানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার পুরনগমের ইতিহাসে প্রথম তিন নম্বর বরো অফিসে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। তিন নাম্বার বরো অফিসের আওতাধীন ওয়ার্ডের প্রায় ৬০০সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করেন শিবিরে উপস্থিত চিকিৎসকেরা।
আরও পড়ুন – চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে
কিছু রোগ শনাক্ত হওয়ায় প্রাথমিক পর্যায়ের নিঃশুল্ক ওষুধপত্র প্রদান করা হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এদিন বরো অফিসে চক্ষু পরীক্ষা শিবিরও চলে।প্রায় ১৫০জন সাফাই কর্মীরা চোখের সমস্যা নিয়ে পরীক্ষা করান। দৃষ্টিশক্তি সমস্যা চিহ্নিত করে প্রায়৪০-৫০জনকে নামমাত্র মূল্যে স্বেচ্ছাসেবী সংস্থার তরফে চশমা প্রদান করা হয়।
বেশ কিছু সাফাই কর্মীর চোখে ছানি ধরা পরেছে তাদের নিঃশুল্ক অস্ত্রপচারের ও ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন বড় অফিসে সাফাই কর্মীরা রক্তদানের মতো মহতী উদ্যোগেও সামিল হন।বরো চেয়ারম্যান মিলি সিনহা বলেন সাফাই কর্মীরা কঠোর পরিশ্রম করেন, তবে স্বাস্থ্য সম্পর্কে তাদের সচেতনতা বোধ ও সুযোগ দুইই কম। ডেঙ্গি পরিস্থিতিতে নালা নর্দমা নিকাশের কাজ করছেন তারা ফলে তাদের স্বাস্থ্যের সঠিক সুরক্ষা প্রয়োজন। সেজন্যই এই স্বাস্থ্য শিবির।
ইতিমধ্যেই পুরো নিগমের মেয়র গৌতম দেব সাফাই কর্মীদের জন্য এক লক্ষ টাকা স্বাস্থ্য বীমা ঘোষণা করেছেন। এই সাফাই কর্মীরা সুস্থ্য থাকলেই শহর ও পরিবেশ সুস্থ্য থাকবে। তাই প্রতি তিন মাস অন্তর অন্তর মাধ্যমে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।