নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা,১৪ নভেম্বর, ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু।পরিবারের দাবি মৃতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল । যদিও মৃতার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কথা উল্লেখ নেই। মৃতার নাম সবিতা মল্লিক। বছর পঁয়তাল্লিশের সবিতার বাড়ি হাবড়ার কাশিপুর এলাকায়।
জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখ জ্বরে আক্রান্ত হলে বাইরের কোন ডাক্তার না দেখিয়ে সরাসরি মছলন্দুপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। চার দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হলে তাকে বারাসাত হাসপাতালে রেফার করা হয় । পরিবারের লোকেরা চলতি মাসের ৫ তারিখ বারাসাত হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ রাখার পর ওইদিনই কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করে । সেখানে প্রথম দিন জেনারেল বেডে থাকলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টানা আট দিন আরজিকর হাসপাতালে আইসিইউতে রাখা হয় । বুধবার বেলা তিনটে নাগাদ তার মৃত্যু হয় । এলাকাবাসী এবং মৃতার আত্মীয়রা পঞ্চায়েতের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ।