নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর, ক্ষীরপাই পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ।বেশ কয়েকদিন ধরেই আন্ত্রিকে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। পৌরবাসীর অভিযোগ পানীয় জলে মিলছে কেঁচো।এখনো পর্যন্ত ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২০ জন।
স্বাস্থ্য দপ্তরের দাবি, পানীয় জল থেকেই ছড়িয়েছে এই জলবাহিত সংক্রমণ। ক্ষীরপাই পৌর এলাকায় বেহাল নিকাশি নালা নিয়েও অভিযোগ রয়েছে। পৌরবাসীদের দাবি বারবার পৌরসভায় জানানো সত্ত্বেও হুঁশ ফিরছেনা পৌর দপ্তরের। দিন দিন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে এলাকায়। ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান বলেন কয়েকটি ওয়ার্ড আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।