জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক। এবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১৯ নং সেকশনে পায়ের ছাপকে ঘিরে নতুন করে ভাল্লুকের আতঙ্ক চা বাগানে। ভাল্লুকের খোঁজে এবার আকাশ পথে ড্রোন দিয়ে তল্লাশি শুরু করলো বনদপ্তর।
২০ নং সেকশনের পর এবার ১৯ নং সেকশনে পায়ের ছাপ পাওয়া গেলো। কিন্তু সেগুলি ভাল্লুকের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেনি বনদপ্তর। তবে অজানা পায়ের ছাপকে ঘিড়ে নতুন করে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে।
গতকাল সন্ধ্যার মুখে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ৪ জন চৌকিদার একসাথে কাজে যোগ দিতে আসছিল। সেই সময় তারা চা বাগানের ২০ নং সেকশনে পিচ রাস্তার ওপর একটি কালো লোমশ প্রানীকে দেখতে পায়। তাদের সন্দেহ সেটি ভাল্লুক।
আর ও পড়ুন ব্যারাকপুরে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
এরপর তারা বিষয়টি চা বাগান কর্তৃপক্ষকে জানায়। বাগান কর্তৃপক্ষ বনদপ্তরকে খবর দিলে রাতেই এলাকায় এসে পৌছায় বনদপ্তরের কর্মীরা। খবর পেয়ে আসে পুলিশ ও পরিবেশ কর্মীরা। রাতেই তারা চা বাগানের ২০ নং সেকশন জুড়ে তল্লাশি চালায়। কিন্তু তারা ভাল্লুকের দেখা পায়নি।
মঙ্গলবার ভোর থেকে নতুন করে ভাল্লুকের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। এবার ভাল্লুক খুঁজতে ড্রোন উড়িয়ে তল্লাশী শুরু হয়েছে। পুরো ২০ নং সেকশন জুড়ে তল্লাশি চালিয়ে সকালেও কিছু পাওয়া যায়নি। এরপর চা বাগানের ১৯ নং সেকশনে নতুন করে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। সেখানে চা গাছের ঝোপের কাছে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে। যাকে ঘিরে নতুন করে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে।
উল্লেখ্য, জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক। এবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১৯ নং সেকশনে পায়ের ছাপকে ঘিরে নতুন করে ভাল্লুকের আতঙ্ক চা বাগানে। ভাল্লুকের খোঁজে এবার আকাশ পথে ড্রোন দিয়ে তল্লাশি শুরু করলো বনদপ্তর।২০ নং সেকশনের পর এবার ১৯ নং সেকশনে পায়ের ছাপ পাওয়া গেলো। কিন্তু সেগুলি ভাল্লুকের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেনি বনদপ্তর।
তবে অজানা পায়ের ছাপকে ঘিড়ে নতুন করে ভাল্লুকের আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে। গতকাল সন্ধ্যার মুখে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ৪ জন চৌকিদার একসাথে কাজে যোগ দিতে আসছিল। সেই সময় তারা চা বাগানের ২০ নং সেকশনে পিচ রাস্তার ওপর একটি কালো লোমশ প্রানীকে দেখতে পায়। তাদের সন্দেহ সেটি ভাল্লুক।