ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক পথনাটিকা খুদে পড়ুয়াদের। সচেতনতামূলক কর্মসূচির দিক থেকে আবারো একধাপ এগিয়ে গেল কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুল ছুটির মধ্যেও ডেঙ্গু রোগ প্রতিরোধে এলাকার মানুষকে সচেতন করতে এবার পথে নামলো খুদে স্কুল পড়ুয়ারা। সোমবার পথ নাটিকার মধ্য দিয়ে কোয়ারপুর এলাকার বাসিন্দাদের সচেতন করতে দেখা গেল পড়ুয়াদের।
উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই সচেতনতা মূলক উদ্যোগ। ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে ইটাহার ব্লক প্রশাসন ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারি ভাবে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি গ্রহন করেছে। সেই মোতাবেক নির্মল গ্রাম গড়ার লক্ষ্যে এই প্রথম ইটাহারের কোয়ারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় স্কুলের পড়ুয়ারা নিজের গ্রামের মানুষদের সচেতন করতে পথ নাটিকার মাধ্যমে এক অভিনব উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন – তৃণমূল অঞ্চল সভাপতির পশু প্রেম নজর কাড়ছে এলাকাবাসীর
এদিন গ্রামের মানুষদের একত্রিত করে গ্রামে যাতে ডেঙ্গুর পাদুর্ভাব না ছড়ায় সেই উদ্যেশ্যে স্কুল ছুটির মধ্যেও কয়েক দিনের প্রশিক্ষণে এই সমাজ সচেতনতা মূলক পথ নাটিকা পরিবেশন করে। ডেঙ্গু রোগের লক্ষ্মণ, কিভাবে এই রোগ ছড়ায়, ডেঙ্গুতে আক্রান্ত হলে কি কি করনীয়, কি ভাবে এই রোগকে প্রতিরোধ করা যায় সেই সমস্ত বিষয় এলাকার বাসিন্দাদের সামনে তুলে ধরে ইটাহারের প্রত্যন্ত কোয়ারপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা।
স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় পড়ুয়াদের এই সমাজসেবামূলক সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে ইটাহারের আপামর শিক্ষা মহল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী শিক্ষক বিশ্বজিৎ নুনিয়া সহ এলাকার অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।