বিনোদন -টলিপাড়ার পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু করে এখন ওয়েব সিরিজ ও সোশ্যাল মিডিয়ায় সমানভাবে জনপ্রিয় তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর ডেইলি ভ্লগ ও ইনস্টাগ্রাম পোস্ট নিয়মিত নজর কাড়ে দর্শকদের। তবে সম্প্রতি এক নতুন গুজবে নাম জড়াল অভিনেত্রীর—শোনা যাচ্ছে, নাকি ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন দেবচন্দ্রিমা!
এই খবরে উত্তাল নেটপাড়া। জানা গেছে, একটি ডেটিং অ্যাপে তাঁর নামে একটি প্রোফাইল ঘুরছে। বহু অনুগামী ভাবতে শুরু করেছেন সেটি সত্যিই দেবচন্দ্রিমার প্রোফাইল। কিন্তু এই ভুল ভাঙালেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবচন্দ্রিমা জানালেন, “আমার নামে ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। আমি কখনও ডেটিং অ্যাপে ছিলাম না, আগ্রহও নেই। আমার বয়সও পেরিয়ে গেছে, এসব আমার জগতের নয়।”
তিনি আরও বলেন, “আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না, অনেকেই এখান থেকে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। তবে আমার নামে কেউ যদি কারও সঙ্গে কথা বলেন, সেটা সম্পূর্ণ ভুয়ো। আমি সবার সতর্কতার জন্যই এই পোস্ট করছি।”
বর্তমানে প্রিয় বান্ধবী অদ্রিজার সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকেই নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি। ভ্রমণপ্রেমী অভিনেত্রী কখনও সোলো ট্রিপে, আবার কখনও বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন ঘুরতে।
বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা যথেষ্ট। ভ্লগ এবং কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়াতেও এখন জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। তবে ডেটিং অ্যাপ নয়, আপাতত ক্যামেরার সামনেই ব্যস্ত থাকতে চান তিনি।
