১৩ দফা দাবি নিয়ে সি,ডি,পি,ও কে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মীরা। নবগ্রাম ব্লক কমিটির আইসিডিএস কর্মীরা ১৩ দফা দাবি নিয়ে সি,ডি,পি,ও কে ডেপুটেশন জমা দিল বৃহস্পতিবার দিন। এদিন নবগ্রাম পোস্ট অফিস থেকে পায়ে হেঁটে মিছিল করে উপস্থিত হন নবগ্রাম ব্লকে সি,ডি,পি,ও কাছে আইসিডিএস কর্মীরা। তাঁদের দাবি- আই.সি.ডি.এস এর সমস্ত কর্মী ও সহায়িকাদের স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, সমস্ত কর্মীদের শৃষ্মতম ২১০০০,০০ টাকা করে বেতন দিতে হবে।
পোশান ট্রেকারের মাধ্যমে কাজ করতে হলে সমস্ত কর্মীকে স্মার্টফোন ও রিচার্জের টাকা দিতে হবে এবং ২০১৫ সালের পর যে সমস্ত কর্মী অবসর গ্রহণ করেছেন তাদেরকে তিন লক্ষ করে টাকা দিতে হবে। একজন কর্মীকে দিয়ে দুটি কেন্দ্রের কাজ করা চলবে না । বাজার মূল্য অনুযায়ী জালানী বিল দিন প্রাপ্তি ৭৫,০০ টাকা ও ডিমের দাম ৬,৫০ টাকা করে অগ্রীম দিতে হবে । সমস্ত কেন্দ্রের জন্য একি নিয়ম চালু করতে হবে ।
দু’বছর কেন্দ্র বন্ধ থাকার জন্য ব্যবহৃত বাসন পত্র ও শিক্ষার জন্য ব্যবহৃত জিনিসপত্র অবিলম্বে দিতে হবে । অবিশশ্বে কর্মী ও সহায়িকাদের শূন্য পদগুলি পুরন করতে হবে। প্রত্যেক কর্মী ও সহায়িকা দের অবসরে পর পাঁচ হাজার টাকা পেনশন দিতে হবে।নবগ্রাম ব্লকের আই সিডিএস কেন্দ্র গুলিতে শাষকদলের কর্মীদের হঠকারিতা ও সন্ত্রাস বন্ধ করতে হবে। কর্মী ও সহায়িকাদের যোগ্যর এবং অভিজ্ঞতা ভিত্তিক প্রমোশন দিতে হবে। এই দাবি পুরুন না হলে আরো বড় আন্দোলনে নামবেন বলে জানান আইসিডিএস কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা শিলামন্ডল ব্লক সম্পাদিকা সাবিনা আসবি।
আর ও পড়ুন নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা
উল্লেখ্য, নবগ্রাম ব্লক কমিটির আইসিডিএস কর্মীরা ১৩ দফা দাবি নিয়ে সি,ডি,পি,ও কে ডেপুটেশন জমা দিল বৃহস্পতিবার দিন। এদিন নবগ্রাম পোস্ট অফিস থেকে পায়ে হেঁটে মিছিল করে উপস্থিত হন নবগ্রাম ব্লকে সি,ডি,পি,ও কাছে আইসিডিএস কর্মীরা। তাঁদের দাবি- আই.সি.ডি.এস এর সমস্ত কর্মী ও সহায়িকাদের স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, সমস্ত কর্মীদের শৃষ্মতম ২১০০০,০০ টাকা করে বেতন দিতে হবে।