সোনার ডেলিভারির নামে চুরি, গ্রেফতার ডেলিভারি বয়। সল্টলেকে ডেলিভারি করতে এসে চুরির ঘটনা। অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সল্টলেকের এফ সি ব্লকের বাসিন্দা এক ব্যক্তি ২৮ তারিখ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন যে বড়বাজার এলাকার একটি সোনার দোকানে সোনার গহনা তিনি অর্ডার করেন।
১৬ এপ্রিল সেই গহনা তার বাড়িতে ডেলিভারি করতে আসে পবন কুমার মিশ্র নামের একটি ডেলিভারির ছেলে। তবে সেই সময় ডেলিভারি পার্সেলের প্যাকেট ছেড়া দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। সেই সময় তিনি দোকানে বিষয়টি জানিয়ে প্রোডাক্টটি ফেরত পাঠিয়ে দেন।
তবে দোকান মালিকের দাবি ডেলিভারির ছেলেটি যখন দোকানে ফেরে তখন সে জানায় গ্রাহক পর্সেলটি নিয়ে নিয়েছেন। পরে ফোন করে দোকান জানতে পারে ডেলিভারি ফেরত পাঠিয়েছেন গ্রাহক। এরপর তাকে আবারও জিজ্ঞাবাদ করলে পবন জানায় বাসে যাতায়াত করার সময় পার্সেল চুরি হয়ে গেছে। এরপর থেকেই দোকানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে কলকাতা ছেড়ে রাজস্থান পালিয়ে যায় ওই অভিযুক্ত।
আর ও পড়ুন ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার
অবশেষে ২৮ তারিখ ওই অভিযুক্ত কলকাতায় ফিরেছে খবর পেয়ে দোকানের মালিক তাকে নিয়ে সল্টলেকের এফ সি ব্লকের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এরপরই দোকানের মালিক বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হয়। পুলিশ অভিযুক্ত পবন কুমার মিশ্রকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর পবন সেই সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। সে সেই সোনা কাকে বিক্রি করেছে সেই বিষয়ে তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।