নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডোবায় উলটে পড়লো বালি বোঝাই ট্রাক। যদিও প্রাণে বাঁচেন ওই লরি চালক। সোমবার ভোর পাঁচটা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার শালডাঙ্গার এলাকার ঘটনা। যদিও, ট্রাকটিকে দেখতে সকাল থেকেই ভিড় জমান ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।পরে বারোবিশা থেকে ক্রেন গাড়ি এসে দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়িটিকে ডোবা থেকে উদ্ধার করে।
শালডাঙ্গা থেকে জোড়াইমোর (গুরুত্বপূর্ণ) এই দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তাটির পাশ খুবই কম থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। এই ব্যাপারে, তৃণমূল তুফানগঞ্জ ২ নং ব্লক যুব সহ-সভাপতি ও রায়ডাক রিভার বেড রয়েলটি হোল্ডার মহেশ বর্মন বলেন, শালডাঙ্গা রায়ডাক বেড থেকে বালি নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, লরির চালক প্রাণে বেঁচে গেলেও।
আর ও পড়ুন গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলো এই রাজ্যে
পরবর্তীতে ক্রেন এর সাহায্যে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। তবে শালডাঙ্গা থেকে জোড়াইমোর ৩১ নং জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটির পাস খুব কম থাকায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, এছাড়াও স্কুল কলেজ, থানা, এছাড়াও তুফানগঞ্জ ২ নং ব্লক অফিস সব কিছুই এই রাস্তার মধ্যেই পড়ে, তাই দ্রুত গুরুত্বপূর্ণ রাস্তাটির পাস চওড়া করার দাবি জানাচ্ছেন মহেশ বাবু।
উল্লেখ্য, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডোবায় উলটে পড়লো বালি বোঝাই ট্রাক। যদিও প্রাণে বাঁচেন ওই লরি চালক। সোমবার ভোর পাঁচটা নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার শালডাঙ্গার এলাকার ঘটনা। যদিও, ট্রাকটিকে দেখতে সকাল থেকেই ভিড় জমান ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।পরে বারোবিশা থেকে ক্রেন গাড়ি এসে দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়িটিকে ডোবা থেকে উদ্ধার করে। শালডাঙ্গা থেকে জোড়াইমোর (গুরুত্বপূর্ণ) এই দীর্ঘ ৯ কিলোমিটার রাস্তাটির পাশ খুবই কম থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।
এই ব্যাপারে, তৃণমূল তুফানগঞ্জ ২ নং ব্লক যুব সহ-সভাপতি ও রায়ডাক রিভার বেড রয়েলটি হোল্ডার মহেশ বর্মন বলেন, শালডাঙ্গা রায়ডাক বেড থেকে বালি নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, লরির চালক প্রাণে বেঁচে গেলেও। পরবর্তীতে ক্রেন এর সাহায্যে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।
তবে শালডাঙ্গা থেকে জোড়াইমোর ৩১ নং জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটির পাস খুব কম থাকায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, এছাড়াও স্কুল কলেজ, থানা, এছাড়াও তুফানগঞ্জ ২ নং ব্লক অফিস সব কিছুই এই রাস্তার মধ্যেই পড়ে, তাই দ্রুত গুরুত্বপূর্ণ রাস্তাটির পাস চওড়া করার দাবি জানাচ্ছেন মহেশ বাবু।