নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৭ নভেম্বর, আজ সকালে বকুলতলা থানার মায়াহাউড়ি অঞ্চলের কয়াল পাড়ার বাসিন্দারা এলাকার একটি বাগানের মধ্যে ডোবায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে।বেলা বাড়ার সাথে সাথে মৃতদেহ দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমাতে থাকে। এলাকার মানুষের অনুমান কেউ বা কারা খুন করে ওই ডোবায় ব্যক্তিকে ফেলে দিয়ে গেছে।
খবর দেওয়া হয় বকুলতলা থানায়, অল্পক্ষণের মধ্যেই বকুলতলার থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পাশাপাশি ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং কিভাবে ওই ব্যক্তির মৃতদেহ ওই ডোবায় এসে পড়ল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মায়াহাউড়ি অঞ্চলের কয়াল পাড়ায়।