নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি, ২১ শে নভেম্বর : ডোমকল জলঙ্গি ইসলামপুর জুড়ে বিশ্বনবী দিবস উদযাপন। ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা এলাকায় জানা গেছে দিন জলঙ্গীর কীর্তনীয়া পাড়া থেকে শুরু করে প্রায় ১৫ হাজার মানুষ একত্রিত হয়ে শান্তির বার্তা নিয়ে একটি ইসলামিক মহা শান্তি মিছিল ডোমকল ভগিরাতপুর মোর ও বিলাসপুর হয়ে ফের জলঙ্গি তে ফিরে যায়। এবং অপরদিকে ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু করে প্রায় হাজার দশেক মানুষের একটি মহা শান্তি মিছিল ইসলামপুরের সমগ্র এলাকা ঘুরে কলেজ মোড়ে এসে শেষ হয়।
এদিনের এই শান্তি মিছিল চলাকালীন জলঙ্গীর সাদিখানদেয়ার মোড় ও ডোমকলের পুরনো বিডিও মোড়ে সিন্নি বিতরণ করেন নবী প্রেমিকরা। এদিনের এই ইসলামিক মহা মিছিল শেষে ইসলামপুরের একটি সেমিনার হলে ও জলঙ্গীর কীর্তনীয়া পাড়ায় ঘন্টাখানেকের জন্য ধর্মসভা হয়। ধর্ম সভার মূল উদ্দেশ্য একটাই এলাকার শান্তি কামনা।
ডোমকল জলঙ্গি ইসলামপুর জুড়ে বিশ্বনবী দিবস উদযাপন
ডোমকল জলঙ্গি ইসলামপুর জুড়ে বিশ্বনবী দিবস উদযাপন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram