নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৮ নভেম্বর, রবিবার রাত তিনটে নাগাদ ডোমজুড়ের সলপে সার্কাসের তাঁবুতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা তাঁবুটিকে গ্রাস করে নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যালারি, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র।
শেষরাতে নিরাপত্তারক্ষীদের চোখেও তখন ঘুম লেগে এসেছে। তাই বিষয়টি নজরে আসতে দেরি হয়। আগুন বিশাল আকার নিতে ডোমকল থানায় খবর দেন সার্কাসের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কি কারণে আগুন লাগল তা এখনো জানা যায়নি দমকলের প্রাথমিক অনুমান কাতিক পুজো জন্য এলাকায় আতশবাজি পোড়ানো হচ্ছিল সেখানে থেকে আগুন লাগতে পারে।
ডোমজুড়ের সলপে সার্কাসের তাঁবুতে ভয়াবহ অগ্নিকান্ড
ডোমজুড়ের সলপে সার্কাসের তাঁবুতে ভয়াবহ অগ্নিকান্ড
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram