ডোমজুড়ের নিবড়ায় বিধ্বংসী আগুন. ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রবিবার গভীর রাতে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাঁট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউনে।
আগুনে পাশের কয়েকটি ঝুপড়ি ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় ক্লাবের ছেলেরা রাতে বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরার সময় তা প্রথম নজরে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাই খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ খবর দেয় দমকলে। একে একে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা এবং এলাকার বাসিন্দারা মিলে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লাগল তা স্পষ্ট না হলেও দমকল কর্মীদের অনুমান বন্ধ গ্যারেজে ইলেকট্রিকাল শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দমকল ঘটনার তদন্ত করছে।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
এই অগ্নিকাণ্ড নিয়ে এলাকার বাসিন্দা মহম্মদ হানিফ জানান, রাত প্রায় সোয়া ১২টা নাগাদ ঘটনা ঘটে। এখানে গ্যারেজ, কিছু ছাঁটের গোডাউন, প্রায় ১০টির মতো বস্তি বাড়ির ক্ষতি হয়েছে। এলাকার বাসিন্দারাও আগুন নেভাতে সহযোগিতা করেছেন। গ্যারেজের ৪-৫টা গাড়ির ক্ষতি হয়েছে। এখানে টুকরো কাপড়ের ছাঁটের গোডাউন ছিল। এখানে হয় শট সার্কিট না হয় শীতে আগুন পোহাচ্ছিল। তখনই কোনওভাবে আগুন লাগতে পারে। সময়মতোই দমকল এসেছিল। তাই বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। নিবড়ায় বিধ্বংসী