নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি উপলক্ষে মোরগ লড়াইয়ের আয়োজন হয়েছিল। মারুতি গাড়িতে করে পাড়ার লোকজনকে নিয়ে সেই লড়াইয়ে অংশ নিতে গিয়েছিলেন কয়েকজন যুবক। তারপর পাশে দাঁড় করিয়ে রাখা সেই মারুতিতে আগুন লেগে গেল চালকের সামান্য ভুলে। চোখের সামনেই সেই মারুতি দাউ দাউ করে জ্বলে যায়।ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর লাউদহ এলাকায়।
জানা যায়, দমকল পৌঁছানোর আগে মারুতির কোন অবশিষ্ট আর বাঁচানো সম্ভব হয়নি। লাউদহতে মঙ্গলবার সকাল থেকেই মকর সংক্রান্তি উপলক্ষে উৎসবের আকারে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। বহু গ্রাম থেকে এই মোরগ লড়াইয়ের অংশ নিতে লোকজন উপস্থিত হয়েছিলেন। তেমনি মারুতিতে করে জনা ছয়েক যুবক এসেছিলেন।
মারুতি ভ্যানটি মাঠের প্রান্তে পড়ে থাকা খড়ের ওপরে দাঁড় করিয়ে রেখে মোরগ লড়াইয়ে ব্যস্ত ছিলেন চালকসহ সকলে। দূর থেকে দীর্ঘক্ষণ চালিয়ে আসা মারুতি গাড়ির ইঞ্জিন ও সাইলেন্সার খুব গরম অবস্থায় ছিল। ওই অবস্থায় মাঠে পড়ে থাকা শুকনো খড়ের ওপরে গাড়িটি দাঁড় করিয়ে দেওয়ার ফলে গরম সাইলেন্সারের সঙ্গে শুকনো খড়ের স্পর্শ হয়েছিল। তার থেকেই সমস্যা তৈরি হয়। গরম সাইলেন্সার থেকে খড়ে আগুন লেগে যায়। সবার অলক্ষ্যে সেই আগুন লেগে যাওয়া খড় থেকে মারুতি ভ্যান এর তেল ট্যাঙ্কে আগুন লেগে যায়। মুহুর্তে পুরো গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
ফাঁকা মাঠে কোথাও কোন জলের সংস্থান না থাকায় কেউ নেভানোর উদ্যোগ পর্যন্ত নিতে পারেনি। সৌভাগ্যবশত কোন প্রাণহানির মত ঘটনা না ঘটলেও গাড়িটির কোন অংশ বাঁচানো সম্ভব হয়নি।