নাসিরুদ্দিন শাহ এবার ঢাকাই সিনেমায় পা রাখতে চলেছেন। নাসিরুদ্দিন শাহ এবার বাংলাদেশে। ঢাকাই সিনেমায় পা রাখতে চলেছেন বলিউডের এই প্রখ্যাত অভিনেতা। বাংলাদেশের পরিচালক অমিত আশরাফের সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ‘প্রজেক্ট অমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ । বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক ও ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার যৌথভাবে ছবিটি প্রয়োজনা করছেন। আগামী বছরের গোড়ার দিকে ছবির শুটিং শুরু হচ্ছে। ২০১৭ সালে নাসিরুদ্দিন শাহ নির্দেশিত ‘ইসমাত আপাকে নাম’ নাটকটি ঢাকায় মঞ্চস্থ হয়েছিল। আবারও ফের দর্শকরা তাঁর অভিনয় দেখার সুযোগ পেতে চলেছেন।
সিনেমাটির দৃশ্যধারণে অংশ নিতে আগামী বছরের জুনে ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশের কাজী প্রোডাকশন্স হাউস ও যুক্তরাজ্যের ফর ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন অমিত আশরাফ। রোববার দুপুরে নির্মাতা অমিত আশরাফ জানিয়েছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে নাসিরুদ্দিন শাহর সঙ্গে মিটিং করছিলাম। সম্প্রতি ফাইনাল হয়েছে, উনি কাজটি করছেন। বর্তমানে চরিত্রটি নিয়ে কাজ করছেন।’ নির্মাতা আরও যুক্ত করেছেন, ‘এখনও বাকি অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করিনি।
তবে যুক্তরাজ্য, ভারত ও আমাদের দেশ থেকে অনেকেই কাজ করবেন।’ ‘প্রজেক্ট অমি’-তে ২০৫০ সালের গল্প দেখানো হবে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চুয়াল আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। সে ডার্ক ওয়েবের ভার্চুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে। সিনেমায় নাসিরুদ্দিন শাহকে একজন ‘গুরু’র চরিত্রে দেখা যাবে; যার অবস্থান রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মতো প্রযুক্তির বিরুদ্ধে। অমিত আশরাফ এর আগে ‘উধাও’ সিনেমা ও ‘কালি’ নামে ওয়েব সিরিজ তৈরি করেছেন। ‘ডার্টি পিকচার’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনয়শিল্পী রাষ্ট্রীয় পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছেন।
আর ও পড়ুন ১১ দিন হাসি নিষিদ্ধ উত্তর কোরিয়ায়, নিষেধাজ্ঞা অমান্য করলেই কঠোর সাজা
উল্লেখ্য, নাসিরুদ্দিন শাহ এবার ঢাকাই সিনেমায় পা রাখতে চলেছেন। নাসিরুদ্দিন শাহ এবার বাংলাদেশে। ঢাকাই সিনেমায় পা রাখতে চলেছেন বলিউডের এই প্রখ্যাত অভিনেতা। বাংলাদেশের পরিচালক অমিত আশরাফের সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ‘প্রজেক্ট অমি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ । বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক ও ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার যৌথভাবে ছবিটি প্রয়োজনা করছেন। আগামী বছরের গোড়ার দিকে ছবির শুটিং শুরু হচ্ছে।
২০১৭ সালে নাসিরুদ্দিন শাহ নির্দেশিত ‘ইসমাত আপাকে নাম’ নাটকটি ঢাকায় মঞ্চস্থ হয়েছিল। আবারও ফের দর্শকরা তাঁর অভিনয় দেখার সুযোগ পেতে চলেছেন। সিনেমাটির দৃশ্যধারণে অংশ নিতে আগামী বছরের জুনে ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশের কাজী প্রোডাকশন্স হাউস ও যুক্তরাজ্যের ফর ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন অমিত আশরাফ। রোববার দুপুরে নির্মাতা অমিত আশরাফ জানিয়েছেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে নাসিরুদ্দিন শাহর সঙ্গে মিটিং করছিলাম। সম্প্রতি ফাইনাল হয়েছে, উনি কাজটি করছেন। বর্তমানে চরিত্রটি নিয়ে কাজ করছেন।’ নির্মাতা আরও যুক্ত করেছেন, ‘এখনও বাকি অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করিনি।