কয়েক যুগ ধরে দেখা স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছি, ঢাকা –নিউ জলপাইগুড়ি ভায়া হলদিবাড়ি এবং জলপাইগুড়ি মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরুর মধ্যে দিয়ে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রেল যোগাযোগ।শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি ও চিলাহাঁটির মধ্যে দিয়ে রেল যাতায়াত ।জলপাইগুড়ি বর্তমানে চলছে লাইন পরীক্ষা সহ শেষ পর্যায়ের প্রস্তুতি। দীর্ঘ সময়ের অবসান।
মিতালি এক্সপ্রেস বুধবার 11,45 নিউ জলপাইগুড়ি ছেড়ে 12,15 মিনিটে জলপাইগুড়ি টাউন স্টেশনের উপর দিয়ে গিয়ে ।1টা পনেরো মিনিটে হলদিবাড়ি স্টেশনে দাড়াবে।এরপর দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় গুলোর কাজ সমাপ্ত করে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।।যদিও এখন পর্যন্ত এই ট্রেনটির জলপাইগুড়ি টাউন স্টেশনে কোনো স্টপেজের ব্যবস্থা করা হয়নি, আর এতেই কিছুটা হলেও মনোক্ষুন্ন শহরবাসী, জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনটি থামলে যারা বাংলাদেশ যাবে তাদের সুবিধা হতো এমনটাই মনে করছেন উত্তরবঙ্গের বিভাগীয় শহরের আমজনতা।
আর ও পড়ুন আন্তর্জাতিক স্তরে খেলার ছাড়পত্র পেলেন মালদার তনুশ্রী লালা
উল্লেখ্য, কয়েক যুগ ধরে দেখা স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছি, ঢাকা –নিউ জলপাইগুড়ি ভায়া হলদিবাড়ি এবং জলপাইগুড়ি মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরুর মধ্যে দিয়ে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক রেল যোগাযোগ।শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি ও চিলাহাঁটির মধ্যে দিয়ে রেল যাতায়াত ।জলপাইগুড়ি বর্তমানে চলছে লাইন পরীক্ষা সহ শেষ পর্যায়ের প্রস্তুতি। দীর্ঘ সময়ের অবসান।
মিতালি এক্সপ্রেস বুধবার 11,45 নিউ জলপাইগুড়ি ছেড়ে 12,15 মিনিটে জলপাইগুড়ি টাউন স্টেশনের উপর দিয়ে গিয়ে ।1টা পনেরো মিনিটে হলদিবাড়ি স্টেশনে দাড়াবে।এরপর দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় গুলোর কাজ সমাপ্ত করে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।।যদিও এখন পর্যন্ত এই ট্রেনটির জলপাইগুড়ি টাউন স্টেশনে কোনো স্টপেজের ব্যবস্থা করা হয়নি, আর এতেই কিছুটা হলেও মনোক্ষুন্ন শহরবাসী, জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনটি থামলে যারা বাংলাদেশ যাবে তাদের সুবিধা হতো এমনটাই মনে করছেন উত্তরবঙ্গের বিভাগীয় শহরের আমজনতা।