কলকাতা – সাতসকালে ঢাকুরিয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভয়াবহ আগুন লাগে। সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের ভিতর থেকে ঘন ধোঁয়া বেরোতে দেখে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। খবর পেয়েই দমকলের ছয়টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেটিই প্রাথমিকভাবে দমকলকর্মীদের মূল লক্ষ্য ছিল। সৌভাগ্যবশত, তখনও ব্যাঙ্ক খোলেনি, ফলে কোনও কর্মী বা গ্রাহক ভিতরে উপস্থিত ছিলেন না। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে দমকল বিভাগ। তবে ব্যাঙ্কের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও নথির ক্ষতি যাতে কম হয়, সে দিকেও সচেষ্ট ছিলেন দমকলকর্মীরা। এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনাটির কারণ খতিয়ে দেখা হবে বলে দমকল সূত্রে জানা গেছে।



















