খেলার মাঠে বড় গাড়ি ঢুকিয়ে নামিয়ে রাখা হল ১২টি উট

খেলার মাঠে বড় গাড়ি ঢুকিয়ে নামিয়ে রাখা হল ১২টি উট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঢুকিয়ে

খেলার মাঠে বড় গাড়ি ঢুকিয়ে নামিয়ে রাখা হল ১২টি উট। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জোর করে ক্লাবের গেটের তালা ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

 

জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জলপাইগুড়ি ইংয় ম্যানস এসোসিয়েশন (জেওয়াইএমএ)। রাতের অন্ধকারে ক্লাবের গেটের তালা ভেঙে এই খেলার মাঠে উট রেখে মাঠ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। ঘটনাকে ঘিরে বিভিন্ন ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়িয়ে‌ছে। ক্লাবের আইনি পরামর্শদাতা ও সদস্য আইনজীবী সন্দীপ দত্ত অভিযোগের করে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে নৈশপ্রহরীর স্ত্রীকে ক্লাবের গেট খুলে দেওয়ার জন্য জোর করে কোতোয়ালি থানার পুলিশ। গেট খুলে না দেওয়ায় পুলিশ জোর করে তালা ভেঙে ক্লাবের মাঠে বড় গাড়ি ও জেসিবি মেশিন ঢুকিয়ে উটগুলোকে নামিয়ে রেখে যায়। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে খেলার মাঠের।

 

আর ও পড়ুন    ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ যাচ্ছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত

 

ক্লাবের রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা এক কর্মী জানান, রাতে গেট ও সীমানা প্রাচীর ভেঙে পুলিশ বড় গাড়ি ও জেসিবি মেশিন মাঠের ভেতরে নিয়ে এসেছি‌ল। এজন্য মাঠের অনেক ক্ষতি হয়েছে। ঘটনায় ক্রিয়া মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।

 

উট প্রসঙ্গে ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল বলেন, ত্রিপুরা‌য় নিয়ে যাওয়া‌র সময় দুটো লরি সহ ১২টি উট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ছয়জন‌কে। ধৃতদের কাছে কোনও কাগজপত্র ছিল না। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। তবে জেওয়াইএম‌এ মাঠ প্রসঙ্গে বলেন, মাঠের কোন‌ও ক্ষতি করা হয়নি। যদি হয়ে থাকে আমরা বিষয়টি দেখবো।

 

আরও পড়ুন   খেলার মাঠে বড় গাড়ি ঢুকিয়ে নামিয়ে রাখা হল ১২টি উট। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জোর করে ক্লাবের গেটের তালা ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

 

জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জলপাইগুড়ি ইংয় ম্যানস এসোসিয়েশন (জেওয়াইএমএ)। রাতের অন্ধকারে ক্লাবের গেটের তালা ভেঙে এই খেলার মাঠে উট রেখে মাঠ নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। ঘটনাকে ঘিরে বিভিন্ন ক্রীড়া মহলে চাঞ্চল্য ছড়িয়ে‌ছে।

 

ক্লাবের আইনি পরামর্শদাতা ও সদস্য আইনজীবী সন্দীপ দত্ত অভিযোগের করে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে নৈশপ্রহরীর স্ত্রীকে ক্লাবের গেট খুলে দেওয়ার জন্য জোর করে কোতোয়ালি থানার পুলিশ। গেট খুলে না দেওয়ায় পুলিশ জোর করে তালা ভেঙে ক্লাবের মাঠে বড় গাড়ি ও জেসিবি মেশিন ঢুকিয়ে উটগুলোকে নামিয়ে রেখে যায়। এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে খেলার মাঠের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top