ঢেউয়ের মতো ছুটে আসছে জল, পুণেতে বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন

ঢেউয়ের মতো ছুটে আসছে জল, পুণেতে বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – টানা বর্ষণে রীতিমতো জলমগ্ন পুণে। শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আবহাওয়া দফতর আগেই ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করেছিল। কিন্তু সেই সতর্কতা সত্ত্বেও শহরের নিকাশি ব্যবস্থার বেহাল দশা ফের সামনে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে কোনও গাড়ি চললেই ঢেউয়ের মতো জল আছড়ে পড়ছে। এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট হওয়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, গাড়ির বনেট পর্যন্ত জল উঠে যাচ্ছে। বাইক ও স্কুটারচালকদের কোমর সমান জল ঠেলেই চলতে হচ্ছে। এমনকি রাস্তায় পার্ক করা বাইকও জলের তোড়ে উল্টে গিয়ে ভেসে যাচ্ছে।

প্রবল বৃষ্টির সঙ্গে বেহাল নিকাশি ব্যবস্থার মিলিত চাপে কার্যত নাজেহাল পুণের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘‘প্রতি বছরই বর্ষায় একই ছবি দেখতে হয়। একটানা বৃষ্টি হলেই রাস্তাঘাটে জল জমে যায়। অথচ নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি হয় না।”

ভিডিওগুলি দেখে উদ্বিগ্ন হয়েছেন অনেক নেটিজেনও। এক জন ব্যবহারকারী লেখেন, “এই রকম জলমগ্ন রাস্তায় সাধারণ পথচারীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। অবিলম্বে প্রশাসনের উচিত সঠিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলা।”

শুধু ভিডিও নয়, স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভও উগরে দিয়েছেন বহু মানুষ। শহরের মতো পুণেতে এই রকম পরিস্থিতি নতুন কিছু নয়, কিন্তু প্রতি বছর একই অভিজ্ঞতা—এতেই ক্ষুব্ধ নাগরিকেরা।

পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিশদ বিবৃতি পাওয়া যায়নি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top