মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, বিস্ফোরক দিলীপ

মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, বিস্ফোরক দিলীপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তথ্য

মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, বিস্ফোরক দিলীপ । একশো কোটি ভ্যাকসিন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুমলা করছে।  এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি  দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, কোন তথ্যের  ধার ধারেন না। অনেকে ডবল ডোজ, অনেকে সিঙ্গেল ডোজ। এটার জন্য বেশি বুদ্ধি খরচ ঙ্করতে  হয় না, কো-উইন থেকে তথ্য পাওয়া যায়।  রাজ্য  সরকারের কোন তথ্য সরকারি ওয়েবসাইট পাওয়া যায় না। এদিন সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে এভাবেই মন্তব্য করলেন  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

 

গোয়ার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃনমুল। বাবুল সুপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে কি হবে, ভালো লোককে দায়িত্ব দিয়েছে। টালিগঞ্জের মত অবস্থা গোয়ায় না হয়।

 

পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র বলেছে বিজেপি শাসিত না হলে GST নিয়ে কথা বলতে। যারা বেশি পয়সা নিচ্ছে তারাই বেশি চেঁচাচ্ছে। GST র আওতায় আসুন তাহলে কম হবে দাম।

 

আর ও পড়ুন    টি ২০ বিশ্বকাপেও প্রথমবার পাকিস্তানের কাছে পরাস্ত হলো ভারত    

 

টি20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের লজ্জাজনক হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ভারতবর্ষের মানুষ গতকাল কষ্ট পেয়েছে, ক্রিকেটে অনেক কিছু হতে পারে।  তবে এই ধরনের হারদেশের  মানুষ  মেনে নিতে পারে নি।

 

উল্লেখ্য, মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, বিস্ফোরক দিলীপ । একশো কোটি ভ্যাকসিন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুমলা করছে।  এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি  দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দোপাধ্যায়র কাছে কোন তথ্য থাকে না, কোন তথ্যের  ধার ধারেন না। অনেকে ডবল ডোজ, অনেকে সিঙ্গেল ডোজ। এটার জন্য বেশি বুদ্ধি খরচ ঙ্করতে  হয় না, কো-উইন থেকে তথ্য পাওয়া যায়।  রাজ্য  সরকারের কোন তথ্য সরকারি ওয়েবসাইট পাওয়া যায় না।

 

এদিন সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে এভাবেই মন্তব্য করলেন  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। গোয়ার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃনমুল। বাবুল সুপ্রিয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  আগে তো গোয়ায় তৃণমূল শুরু হোক, তার পরে কি হবে, ভালো লোককে দায়িত্ব দিয়েছে। টালিগঞ্জের মত অবস্থা গোয়ায় না হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top