চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক।গ্রেফতার বিহারের বাসিন্দা মহম্মদ তাজ।কর্মসূত্রে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকে।আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত আট টা নাগাদ খবর আসে নিউটাউন বিশ্ববাংলা গেটে একটি বাসে এক তরুণীর বাসের মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।সেই খবরে পুলিশ তড়িঘড়ি সেখানে গিয়ে অভিযুক্ত যুবক ও অভিযোগকারিনিকে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদে জানতে পারে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে KB 16 নাম্বার বাসে ওঠে ।এবং ওই তরুণীর পাশের ছিটে বসে।
অভিযোগ তরুণী যখন একটু ঝিমটি মত আসে সেই সময় তার শ্লীলতাহানি করে।নিউটাউন বিশ্ববাংলা গেট এর কাছে আসতেই চিৎকার করে।সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিউটাউন থানায় খবর দেয়। অভিযোগের ভিত্তিতে ধৃত মহম্মদ তাজকে গ্রেফতার করা হয় ।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।
আর ও পড়ুন এক মাঘে শীত যায় না” বিধানসভা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মদন মিত্র
উল্লেখ্য, চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার এক।গ্রেফতার বিহারের বাসিন্দা মহম্মদ তাজ।কর্মসূত্রে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকে।আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত আট টা নাগাদ খবর আসে নিউটাউন বিশ্ববাংলা গেটে একটি বাসে এক তরুণীর বাসের মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।সেই খবরে পুলিশ তড়িঘড়ি সেখানে গিয়ে অভিযুক্ত যুবক ও অভিযোগকারিনিকে থানায় নিয়ে আসে।জিজ্ঞাসাবাদে জানতে পারে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে KB 16 নাম্বার বাসে ওঠে ।এবং ওই তরুণীর পাশের ছিটে বসে।
অভিযোগ তরুণী যখন একটু ঝিমটি মত আসে সেই সময় তার শ্লীলতাহানি করে।নিউটাউন বিশ্ববাংলা গেট এর কাছে আসতেই চিৎকার করে।সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিউটাউন থানায় খবর দেয়। অভিযোগের ভিত্তিতে ধৃত মহম্মদ তাজকে গ্রেফতার করা হয় ।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।