Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
তপন (Tapan) কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তপন

তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ। ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ। একই সঙ্গে বড় অঙ্কের পুরস্কার দেওয়ারও ঘোষনা করা হয়েছে। যদি কেউ স্কেচ করা এই খুনির হদিস দিতে পারে তবে দেওয়া হবে মোটা অঙ্কের পুরস্কার।

 

প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগান। ১৩ মার্চ সন্ধে বেলা তপন কান্দু সান্ধ্যকালীন হাঁটতে বেরিয়ে গুলি বিধ্ব হয়ে খুন হন। ঘটনার দিন প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে খুনির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। যদি কেউ ওই খুনির হদিস দিতে পারে তাঁকে পুলিশের পক্ষ থেকে আর্থিক ভাবে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে

 

এদিকে ঝালদায় কাউন্সিলার তপন কান্দুর হত্যার ঘটনায় স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার থেকেই বিশেষ ভাবে এই তদন্তে নেমে পড়েছে এই সিট। তাদের সহায়তা করছে সি আই ডি-র একটি দল। জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানিয়েছেন ছয় সদস্য নিয়ে গঠিত হয়েছে এই দলটি।

 

আর ও পড়ুন    দোলের দিনে পুজো হোক বা হলি উৎসব “মটের” উপস্থিতি আবশ্যিক

 

অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস চিন্ময় মিত্তলের নেতৃত্বে এই তদন্তকারী দলে রয়েছেন ঝালদার মহকুমা পুলিশ আধিকারিক, ডিএসপি ডিইবি, ডিএসপি হেড কোয়ার্টার্স, সি আই বলরামপুর এবং একজন প্রবেশেনারী আই পি এস অফিসার। গতকালই সিআইডি টিম তপন কান্দুর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু এবং ভাইপো মিঠুন কান্দুর সাথে কথা বলেছেন।

 

উল্লেখ্য ঝালদার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে দীপক কান্দু নামে এক যুবককে। সম্পর্কে সে নিহত তপন কান্দুর ভাইপো। তার ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের অনুমান ধৃতকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এরইমধ্যে খুনির স্কেচ প্রকাশ করায় ঝালদা কাণ্ডের ঘটনায় তদন্তের অগ্রগতি হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top