তবে কি আগামী লোকসভা নির্বাচনে অংশ নেবেন না সোনিয়া গান্ধী? জল্পনা তুঙ্গে। বয়স ৭৫। দীর্ঘদিন ধরে অসুস্থ। তার উপর আবার আসতে চলেছে এক পরিবার-এক প্রার্থীর নিয়ম। সব মিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে অংশ নাও নিতে পারেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধী। এমনটাই কানাঘুষো শোনা গেল উদয়পুরে কংগ্রেসের নবসংকল্প শিবিরে। যদিও বা দলের তৈরি করা নিয়ম অনুযায়ী সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার একসঙ্গে অংশ নিতে কোনও সমস্যা নেই। তবে কংগ্রেস সূত্রে দাবি, দৃষ্টান্ত স্থাপন করতে সোনিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। তাই আপাতত গান্ধী পরিবার থেকে টিকিট পেতে চলেছেন কেবল রাহুল গান্ধীই। বিয়ে হয়ে যাওয়ায় প্রিয়াঙ্কাকে অ-গান্ধী হিসাবেই দেখা হতে পারে।
শনিবার নবসংকল্প শিবিরের দ্বিতীয় দিনে শোনা গেল বড় এক সিদ্ধান্তের ইঙ্গিত। এখন থেকে দু’বারের বেশি কাউকে রাজ্যসভার মনোনয়ন দেবে না কংগ্রেস, এই সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে ফাঁকও থাকতে পারে। মেয়াদ শেষের পর কোনও সাংসদ লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতেই পারেন। তবে মনোনয়নের ভিত্তিতে দু’বারের বেশি কাউকে সাংসদ না করার প্রস্তাব বৈঠকে দিয়েছেন এক কংগ্রেস নেতা। এখন খালি দেখার এই প্রস্তাব গৃহীত হয় কিনা। এর পাশাপাশি কংগ্রেস সূত্রে খবর, এদিন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও গৃহীত হওয়ার সবুজ সংকেত পেয়েছে। যার মধ্যে একটি দলের বিক্ষুব্ধ শিবিরের দীর্ঘদিনের দাবি।
আর ও পড়ুন কালো মেঘে ঢাকা উত্তরবঙ্গের আকাশ
বয়স ৭৫। দীর্ঘদিন ধরে অসুস্থ। তার উপর আবার আসতে চলেছে এক পরিবার-এক প্রার্থীর নিয়ম। সব মিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে অংশ নাও নিতে পারেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধী। এমনটাই কানাঘুষো শোনা গেল উদয়পুরে কংগ্রেসের নবসংকল্প শিবিরে। যদিও বা দলের তৈরি করা নিয়ম অনুযায়ী সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার একসঙ্গে অংশ নিতে কোনও সমস্যা নেই। তবে কংগ্রেস সূত্রে দাবি, দৃষ্টান্ত স্থাপন করতে সোনিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে। তাই আপাতত গান্ধী পরিবার থেকে টিকিট পেতে চলেছেন কেবল রাহুল গান্ধীই। বিয়ে হয়ে যাওয়ায় প্রিয়াঙ্কাকে অ-গান্ধী হিসাবেই দেখা হতে পারে।
শনিবার নবসংকল্প শিবিরের দ্বিতীয় দিনে শোনা গেল বড় এক সিদ্ধান্তের ইঙ্গিত। এখন থেকে দু’বারের বেশি কাউকে রাজ্যসভার মনোনয়ন দেবে না কংগ্রেস, এই সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে ফাঁকও থাকতে পারে। মেয়াদ শেষের পর কোনও সাংসদ লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতেই পারেন। তবে মনোনয়নের ভিত্তিতে দু’বারের বেশি কাউকে সাংসদ না করার প্রস্তাব বৈঠকে দিয়েছেন এক কংগ্রেস নেতা। এখন খালি দেখার এই প্রস্তাব গৃহীত হয় কিনা। এর পাশাপাশি কংগ্রেস সূত্রে খবর, এদিন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও গৃহীত হওয়ার সবুজ সংকেত পেয়েছে। যার মধ্যে একটি দলের বিক্ষুব্ধ শিবিরের দীর্ঘদিনের দাবি।