নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০: রাতারাতি বদলে গেল বলি সুন্দরী দীপিকা পাদুকোনের ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রোফাইল পিকচারে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন দীপিকা যনিয়ে ইতি মধ্যেই জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে কি রণবীর সিংহয়ের জায়গা নিতে চলেছে রণবীর কাপুর! দীপিকা রনবীরের প্রেমের সম্পর্ক জানেনা এমন কেউই নেই তাই দীর্ঘ এতো দিন পর রাতারাতি এভাবে দীপিকা রনবীরের ছবি দেখে রীতিমতো গুঞ্জন শুরু করে দিয়েছে নেটিজেনরা। সেই সম্পর্ক ভাঙার পরে নাকি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা। অভিনেত্রী সেই সব কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আসলে রণবীর-দীপিকা অভিনীত ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ সিনেমাটি রিলিজের পাঁচ বছর হল। সেখানে তারা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় অরেছিলেন বলিউড জুটি।
সেই উপলক্ষেই সিনেমাই একটি দৃশ্যে দু-জনের ছবি পোস্ট করেছেন দীপিকা। অনুরাগীদের তামাশা করে এই সিনেমার কথা মনে করাতেই তার এই উদ্যোগ।