তমলুকের পদুমবসান হারাধন স্কুলে হাতে কলমে বিজ্ঞান বিষয়ক কর্মশালা। স্কুল ছুটি। কিন্তু ওঁদের ছুটি নেই। ঘরে বসে বসে একঘেয়েমি আর ভালো লাগেনা। তাই ছুটির ঘেরাটোপ ছেড়ে অন্য ধরনের শিক্ষায় এবং পড়ায় মজলো তমলুক উত্তর চক্রের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। যে ক্লাস রুমে এক সময় ভরে থাকতো এঁদের কিচমিচ, সেখানে এখন স্তব্ধতা। কিন্তু সেই ক্লাসরুম আজ হয়ে উঠলো অপার্থিব আনন্দে।
শুক্রবার ছিল মিড ডে মিল নেওয়ার দিন। স্কুলে গিয়ে চাল-আলু নেওয়ার পাশাপাশি মেতে উঠলো ‘হাতে কলমে বিজ্ঞান শিক্ষা’তে। হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক কার্তিক আদকের তত্ত্বাবধানে বিজ্ঞানের নানা পরীক্ষা-নিরীক্ষাতে মেতে উঠলো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
অতি সাধারন এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে বিজ্ঞানের নানা মডেল বানানোর কর্মশালায় মজে গিয়েছিল বিশ্বজিৎ বেরা, দেবাদিত্য দাস, প্রিয়াঙ্কা মান্না, রূপম ঘোড়াইরা। প্রশিক্ষক কার্তিক আদক জানান, ছোট বয়স থেকেই বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের কর্মশালা খুব ফলপ্রসূ।
আরও পড়ুন – টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের, বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ৪
উল্লেখ্য, স্কুল ছুটি। কিন্তু ওঁদের ছুটি নেই। ঘরে বসে বসে একঘেয়েমি আর ভালো লাগেনা। তাই ছুটির ঘেরাটোপ ছেড়ে অন্য ধরনের শিক্ষায় এবং পড়ায় মজলো তমলুক উত্তর চক্রের পদুমবসান হারাধন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। যে ক্লাস রুমে এক সময় ভরে থাকতো এঁদের কিচমিচ, সেখানে এখন স্তব্ধতা। কিন্তু সেই ক্লাসরুম আজ হয়ে উঠলো অপার্থিব আনন্দে। শুক্রবার ছিল মিড ডে মিল নেওয়ার দিন।
স্কুলে গিয়ে চাল-আলু নেওয়ার পাশাপাশি মেতে উঠলো ‘হাতে কলমে বিজ্ঞান শিক্ষা’তে। হলদিয়ার চকদ্বীপা হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক কার্তিক আদকের তত্ত্বাবধানে বিজ্ঞানের নানা পরীক্ষা-নিরীক্ষাতে মেতে উঠলো বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অতি সাধারন এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে বিজ্ঞানের নানা মডেল বানানোর কর্মশালায় মজে গিয়েছিল বিশ্বজিৎ বেরা, দেবাদিত্য দাস, প্রিয়াঙ্কা মান্না, রূপম ঘোড়াইরা। প্রশিক্ষক কার্তিক আদক জানান, ছোট বয়স থেকেই বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের কর্মশালা খুব ফলপ্রসূ।