চাহিদা বেড়েছে মানসাই পাড়ের রসালো তরমুজের। গরম পড়তেই মানসাই পাড়ের রসালো তরমুজের চাহিদা বেড়েছে কোচবিহার জেলা জুড়ে । মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে পঞ্চানন সেতুর পাশে দেখা মিলছে তরমুজের পসরা । লক্ষ্মীলাভের আশায় তরমুজ চাষে জোড় দিয়েছেন চাষিরা ।
কোচবিহার জেলার মানসাই , তোর্ষা , কালজানি ইত্যাদি নদীর চরে আবাদ করা হয় তরমুজ। নদী ভাঙনে নিশিগঞ্জের সোনাতলি , শীতলকুচির পূর্ব ভোগডাবরি , পূর্ব কুর্শামারি ,চান্দামারি , পুটিমারি ফুলেশ্বরি , পারডুবি এলাকার মানসাই নদীর বিস্তীর্ণ বালুচরে এখন সবুজের সমারহ । সারা বছর বালুচর ধু ধু করলেও এই সময় সবুজ লতায় ফলেছে রসালো তরমুজ ।
বালুচরে বালু খুুঁড়ে জল বের করে সেই জল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তরমুজ ফলান চাষিরা । নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীর চরে ফলানো তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় বিহারের আড়তে । সেখান থেকে ভিন রাজ্যে যায় এখান সুমিষ্ট তরমুজ ।ইতিমধ্যে উঠতে শুরু করেছে তরমুজ।
আরও পড়ুন- এবার অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের পথে হাঁটল কেন্দ্র
উল্লেখ্য, গরম পড়তেই মানসাই পাড়ের রসালো তরমুজের চাহিদা বেড়েছে কোচবিহার জেলা জুড়ে । মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে পঞ্চানন সেতুর পাশে দেখা মিলছে তরমুজের পসরা । লক্ষ্মীলাভের আশায় তরমুজ চাষে জোড় দিয়েছেন চাষিরা ।
কোচবিহার জেলার মানসাই , তোর্ষা , কালজানি ইত্যাদি নদীর চরে আবাদ করা হয় তরমুজ। নদী ভাঙনে নিশিগঞ্জের সোনাতলি , শীতলকুচির পূর্ব ভোগডাবরি , পূর্ব কুর্শামারি ,চান্দামারি , পুটিমারি ফুলেশ্বরি , পারডুবি এলাকার মানসাই নদীর বিস্তীর্ণ বালুচরে এখন সবুজের সমারহ । সারা বছর বালুচর ধু ধু করলেও এই সময় সবুজ লতায় ফলেছে রসালো তরমুজ ।
বালুচরে বালু খুুঁড়ে জল বের করে সেই জল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে তরমুজ ফলান চাষিরা । নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীর চরে ফলানো তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় বিহারের আড়তে । সেখান থেকে ভিন রাজ্যে যায় এখান সুমিষ্ট তরমুজ ।ইতিমধ্যে উঠতে শুরু করেছে তরমুজ।