দুই তরুণীকে মারধোর করার ঘটনায় উৎতপ্ত বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা, ঘটনায় আটক অভিযুক্ত যুবক, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগ শনিবার রাত্রে প্রতুষ্যা মিত্র(নাম পরিবর্তিত) এবং অনন্যা মিত্র(নাম পরিবর্তিত) দুই তরুণী রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, জানা গেছে সেই সময় এক তরুণী তার ফোনের অপর প্রান্তে থাকা বন্ধুকে গালিগালাজ করছিলেন। জানা গেছে সেই সময় পথচলতি এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঐ দুই তরুণী।
অভিযোগ এরপরেই নাকি অভিযুক্ত ঐ যুবক এক তরুণীর গালে চড় মারে। যার পরে ঘটনাস্থলে উপস্থিত অপর এক তরুণী প্রতিবাদ করলে তাকেও মারধোর এবং তার হাত মচকে দেয় ঐ অভিযুক্ত যুবক বলে অভিযোগ। এরপরে ঐ দুই তরুণীর চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এবং ঐ যুবককে পাকড়াও করে বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকার পুলিশ এসিস্ট্যান্ট বুথে থাকা কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে ঘটনার খবর এলাকায় চাউড় হতেই স্থানীয় বাসিন্দারা ভীড় জমায় ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে উত্তেজনার পরিস্থিতি তৈরী হয়। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন – শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে
উল্লেখ্য, দুই তরুণীকে মারধোর করার ঘটনায় উৎতপ্ত বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা, ঘটনায় আটক অভিযুক্ত যুবক, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। অভিযোগ শনিবার রাত্রে প্রতুষ্যা মিত্র(নাম পরিবর্তিত) এবং অনন্যা মিত্র(নাম পরিবর্তিত) দুই তরুণী রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন, জানা গেছে সেই সময় এক তরুণী তার ফোনের অপর প্রান্তে থাকা বন্ধুকে গালিগালাজ করছিলেন। জানা গেছে সেই সময় পথচলতি এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঐ দুই তরুণী। অভিযোগ এরপরেই নাকি অভিযুক্ত ঐ যুবক এক তরুণীর গালে চড় মারে। যার পরে ঘটনাস্থলে উপস্থিত অপর এক তরুণী প্রতিবাদ করলে তাকেও মারধোর এবং তার হাত মচকে দেয় ঐ অভিযুক্ত যুবক বলে অভিযোগ। এরপরে ঐ দুই তরুণীর চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।