নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২৫শে নভেম্বর : কাজের টোপে দিয়ে তরুণীকে গণধর্ষণ, এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা৷ ভিডিও সমেত বাজেয়াপ্ত করা হয় মোবাইল। ফোনের খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা৷তদন্ত শুরু করেছে নারীপাচার প্রতিরোধ দফতরও।কিড স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে এখনও অধরা দুই অভিুক্ত৷এদিন গোপন জবানবন্দী দিতে আলিপুর আদালতে যান নির্যাতিতা সেখানে তিনি অসুস্থ বোধ করলে তাকেচিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়৷
তরুণীকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে তদন্তে নেমেছে নারীপাচার প্রতিরোধ দফতর
তরুণীকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে তদন্তে নেমেছে নারীপাচার প্রতিরোধ দফতর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram