
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি, দেশে বেকারত্বের পরিমান বেড়ে গিয়েছে, বারে বারে উঠে আসছে এই একই কলরব।আসল কথা, মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে চলেছে।আর সেখানেই সমস্যায় পড়ছে তরুণ প্রজন্ম।যদি শিক্ষিত সমাজের এরূপ পরিণতি হয় তাহলে যাদের কাছে শিক্ষার আলো পৌঁছাচ্ছে না তাদের অবস্থাটা কি হতে পারে! সমাজের প্রতিটি প্রান্তে শিক্ষার আলো পৌঁছে দিয়ে সকলকে স্বনির্ভর করে তুললেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব।আর তারই প্রয়াস চালিয়ে যাচ্ছেন তরুণ ব্যানার্জি, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার।বহুবছর ধরে সকল ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর করে তোলার জন্য এক বিশেষ গ্রূপ (বিজ্ঞান ভাবনা) -এর সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নাচ-কবিতা-গান-আঁকা প্রভৃতির মাধ্যমে সমাজের সাংস্কৃতিক উন্নয়ন, সাথে সহজ উপায়ে কিভাবে দৈনন্দিন বহু জিনিস নিজের হাতে তৈরী করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।তরুণ ব্যানার্জি-এর মতে, এগুলি এ-বয়েসেই যদি সকলে শিখতে শুরু করে তাহলে শিক্ষার গন্ডি পেরোলে সকলেই স্বনির্ভর হতে সক্ষম হবে।জুসার, মাইক্রোওভেন, বিভিন্ন লাইটের কারুকার্য, নানা প্রকার ইলেক্ট্রিসিটির কাজ প্রভৃতি নানান বিষয় সম্পর্কিত জ্ঞান প্রদান করেন। সাইন্স প্রদর্শনী, এডুকেশন ট্যুর, সেমিনার-এর মাধ্যমে সমাজের প্রতিটি তরুণ প্রজন্মকে স্বনির্ভর করে তোলাই তাঁর মূল লক্ষ। এর দ্বারা সমাজের কোনায় কোনায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি।



















