তলবি সভা ডেকে বাতিল করলেন বিডিও। পর্যাপ্ত পুলিশ না থাকার অজুহাত দেখিয়ে বাতিল করা হয় এই জনসভা।প্রধান অপসারণের তলবি সবার ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হলেও বেশিরভাগ সদস্যর কাছে পৌঁছাল না সেই নোটিশ। আর যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সদস্যদের মধ্যে। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও উন্নয়নের কাজ না করার অভিযোগ তুলে মালদার বুলবুল চন্ডি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও প্রধান অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
জানা গিয়েছে,বুলবুলচন্ডি গ্রামপঞ্চায়েতে মোট সদস্য ২১জন। ২০১৮সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ৮,কংগ্রেস ২,নির্দল ১,বিজেপি ১০টি আসন পায়। প্রধান নির্বাচিত হয় তৃণমূলের রাজিব ডাগা। বুলবুলচন্ডি গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য সমির সাহা জানান,এই প্রধান পঞ্চায়েতের কোন উন্নয়ন করছে না। এমনকি উন্নয়নের নামে দূর্নীতি করছে।
পাশাপাশি অন্য যে সমস্ত সদস্য রয়েছে তাদেরকে না জানিয়ে নিজে নিজে কাজ করছেন। তাই আমরা ১৩ জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকেছে। চলতি মাসের ৭তারিখ অনাস্থা ডাকি। বিডিও সাহেব ২৭তারিখ প্রধান অপসারনের তলবি সভার দিন ঠিক করেন।অথচ দেখা যায় তলবি সভার ২৪ঘন্টা আগে পর্যাপ্ত পুলিশ নেই বলে সভা বাতিলের নোটিশ দেওয়া হয়। অথচ সেই নোটিশ কোন সদস্যর হাতে পৌঁছায়নি। ফলে এদিন তারা গ্রামপঞ্চায়েতের সচিবের কাছে লিখিত ভাবে জানান। তাদের আরও দাবি পর্যাপ্ত পুলিশ প্রশাসন থাকতেও তারা এদিন অজুহাত দেখাচ্ছেন।
প্রধান রাজিব ডাগা জানান,তারা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। এর পেছন অন্যজন মদত দিচ্ছেন।বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূলের বেশ কিছু নেতা প্রধান করতে চাইছে। যার মধ্যে অন্যতম রয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি পিযুষ মন্ডল(বিরাজ মন্ডল)।সমস্ত ঘটনা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।
আর ও পড়ুন খাদ্যমন্ত্রীর নির্দেশে ৫০টি পরিবারের হাসি ফুটল রেশন কার্ড পাওয়ার পরে
যদিও বুলবুলচন্ডি গ্রামপঞ্চায়েতের সম্পাদক সুদীপ্ত সিনহা জানান,বিডিও দপ্তর যা নির্দেশ এসেছে।এই সময় পর্যাপ্ত পুলিশ না থাকায় এদিনের সভা বাতিল করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী এদিন তলবি সভা বাতিল করা হয়ছে। পরবর্তীতে যা নির্দেশ আসবে সেই মত কাজ হবে।
হবিবপুর বিডিও সুপ্রতিক সাহা জানান, অনাস্থায় যথেষ্ট নিরাপত্তার প্রয়োজন। সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল। তারা জানান,এই সময়ে পর্যাপ্ত পুলিশ না থাকায় তারা নিরাপত্তা দিতে পারবে না। জানুয়ারীর সাত তারিখের পর তারা নিরাপত্তা দিতে পারবে। সেই কারনে তলবি সভা বাতিল করা হয়েছে। নোটিশ শুক্রবার করা হয়েছিল। বাড়িতে কেউ ছিলেন না তাই তাদের হাতে পৌঁছায় নি।