১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যান্ডেল কাটোয়া রেল শাখার বিভিন্ন Rail স্টেশনে জোরদার তল্লাশি শুরু করলো রেল পুলিশ এবং জি আর পি পি।জি আর পি পি তরফ থেকে বিভিন্ন রেলস্টেশনে প্ল্যাটফর্ম এবং রেলের বগি তল্লাশি অভিযান শুরু করেন পুলিশ আধিকারিকরা।
শুক্রবার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন সমুদ্রগড় কালিনগর প্রভৃতি রেলস্টেশনে এবং প্লাটফর্মে বিভিন্ন জায়গায় যাত্রীদের বিভিন্ন ব্যাগপত্তর পরীক্ষা করেন এবং নজরদারি চালানো হয়।
নবদ্বীপ ধাম রেল পুলিশ আধিকারিক প্রদ্যুৎ কুমার ঘোষ জানিয়েছেন যে প্রতিবছর স্বাধীনতা দিবস এর আগে
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা বিভিন্ন দিনগুলিতে নজরদারি চালায় এবং অভিযান চালাই।বিভিন্ন রেল সেতুতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য নজরদারি শুরু করেছে রেল পুলিশ।
প্রদ্যুৎ ঘোষ আরো জানিয়েছেন যে আমরা প্রতিদিন স্পেশাল ট্রেন গুলিতে চেকিং এবং যাত্রীদের নজরদারি সহ একাধিক যাত্রীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে এমনকি রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।
জানা গিয়েছে যে কয়েকদিন আগে পূর্বস্থলী Rail স্টেশনের রেল লাইনের ফাঁকে বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে ছিল তাই কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে নজরদারি আরো জোরদার করা হয়েছে পুলিশের তরফ থেকে।
আর ও পড়ুন CPIM-এ বয়স্কদের এবার থেকে সরে যেতে হবে পার্টি থেকে!
কাটোয়া রেল স্টেশনে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।কাটোয়া জিআরপির ওসি শেখ রিয়াজ শামীম বলেন স্বাধীনতা দিবসের জন্য ব্যাপক নজরদারি এবং চেকিং শুরু হয়েছে এইভাবে নিয়মিতভাবে চলবে এদের সেতুতে মেটাল ডিটেক্টর দিয়ে আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি নজরদারি এবং সিনপার ডগ আনার কথা হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এছাড়াও প্লাটফর্মে সেটিং শুরু হয়েছে।
হাওড়া কাটোয়া কাটোয়া আজিমগঞ্জ শাখার বেশ কয়েকটি ছোট ছোট রেলসেতু রয়েছে সেখানেও পরীক্ষা করে দেখা হচ্ছে এবং নজরদারি বাড়ানো হয়েছে কারণ এই রেলপথে কাঠিয়ার এক্সপ্রেস তিস্তা তোর্সা এক্সপ্রেস কামাখ্যা পুরি হাটে বাজার এক্সপ্রেস রাধিকাপুর এক্সপ্রেস বালুরঘাট এক্সপ্রেস সহ একাধিক ট্রেন যাতায়াত করে এই ট্রেনগুলি উত্তরবঙ্গের সাথে যোগাযোগ রয়েছে তাই ট্রেনে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন Railস্টেশনে প্ল্যাটফর্ম কুড়িতে কড়া নজরদারি শুরু করেছে জি আর পি পি ও রেল পুলিশ।