তাইকোন্ডোয় গোল্ড মেডেল তৈমুরের

তাইকোন্ডোয় গোল্ড মেডেল তৈমুরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রবিবার সকালে মুম্বইয়ে তাইকোন্ডো প্রতিযোগিতায় ছেলে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহার, বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান ও রানি মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে ছেলে তৈমুর আলি খানের জন্য দর্শকাসন থেকে গলা ফাটালেন করিনা।

সূত্রের খবর, টুর্নামেন্টে সোনা জিতেছেন তৈমুর। ছেলের জয়ের পর তাকে জড়িয়ে ধরেন করিনা। এদিন করণ জোহরের যমজ সন্তান যশ ও রুহি জোহরের সঙ্গেও ছবি তোলেন করিনা ও রানি।যে সব ছবি প্রকাশ্যে এসেছে তাতে তৈমুরকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, তৈমুরের সঙ্গে কানে কানে কথা বলছেন ও হাসছেন করিনা।

কিরণের তাইকোন্ডো ট্রেনিং অ্যাকাডেমির (কেটিটিএ) ডিরেক্টর কিরণের সঙ্গে পোজও দেন রানি ও করিনা।এদিনের প্রতিযোগিতার জন্য রানি ও করিনা দুজনেই ক্যাজুয়াল পোশাকে এসেছিলেন। করিনাকে দেখা গিয়েছে সাদা টপ ও স্ট্রাইপ প্যান্ট পরে, আর রানি পরেছিলেন লাল টি-শার্ট ও নীল ডেনিম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top