দিল্লী – ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনাপূর্ণ আবহে এবার বাড়ানো হচ্ছে তাজমহলের নিরাপত্তা। পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে স্বীকৃত এই ঐতিহাসিক স্থাপতিকে ড্রোন হামলার সম্ভাব্য হুমকি থেকে রক্ষা করতে চালু করা হচ্ছে অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম। প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে এই সিস্টেম কার্যকর থাকবে। জানা গিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে তাজমহলের ২০০ মিটারের মধ্যে কোনও ড্রোন প্রবেশ করলেই তা নিষ্ক্রিয় করে দেওয়া যাবে।
সাম্প্রতিককালে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে পাকিস্তানের তরফে হওয়া হামলার পর থেকেই নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাজমহলের সুরক্ষা জোরদার করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন।
