বিনোদন – দু’বছর আগেও ছিলেন আলোচনার শীর্ষে—জিতু কমল ও তাঁর ‘বাচ্চা বউ’ নবনীতা দাস। ২০২৩ সালে তাঁদের চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেন নবনীতা। তারপর থেকেই দু’জনেই নিজেদের কেরিয়ারে মনোনিবেশ করেছেন। আর এবার মুম্বই সফরে গিয়ে ফের নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এলেন নবনীতা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাজ হোটেলের পুলসাইড থেকে লাল পোশাকে একাধিক বোল্ড ছবি পোস্ট করেন নবনীতা। ছবিতে তাঁকে দেখা গিয়েছে লাল ব্রালেট ও শর্টসে, বিলাসবহুল তাজ হোটেলের পুলে পোজ দিতে। ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট তাজ হোটেলের দৃশ্য। ছবিগুলি পোস্ট হওয়ার পর থেকেই তা ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা।
তবে নবনীতার মুম্বই সফরের উদ্দেশ্য নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। শুধুই ছুটি কাটাতে গিয়েছেন, না কি মায়ানগরীতে কেরিয়ারের নতুন দিশা খুঁজতে পাড়ি দিয়েছেন, সে বিষয়ে কিছুই জানাননি। তবে তাজ হোটেলের আতিথেয়তা যে অভিনেত্রী উপভোগ করছেন, তা তাঁর ছবি থেকেই স্পষ্ট।
টেলিভিশনের পরিচিত মুখ নবনীতা দাস ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল। গত বছরই তিনি একটি নতুন ফ্ল্যাট কেনেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই চোখে পড়বে একের পর এক বোল্ড লুকের ছবি, যা মাঝে মাঝেই বিতর্কের জন্ম দেয়।
একসময় টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন জিতু ও নবনীতা। ২০১৯ সালের ৬ মে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২৩-এ তাঁদের বিচ্ছেদ হয়। এখন দু’জনেই আলাদা, নিজের মতো করে জীবন ও কেরিয়ার নিয়ে এগিয়ে চলেছেন। বর্তমানে জিতুকে দেখা যাচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দিতিপ্রিয়ার বিপরীতে, পাশাপাশি তিনি রয়েছেন শুভশ্রীর সঙ্গে আসন্ন সিনেমা ‘গৃহপ্রবেশ’-এও। অন্যদিকে নবনীতা এখন ছোটপর্দা থেকে খানিকটা দূরে, কিন্তু আলোচনার কেন্দ্রে ঠিকই রয়েছেন।
