তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা, ক্ষতিপূরণে বড় সিদ্ধান্ত রাজ্যের

তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা, ক্ষতিপূরণে বড় সিদ্ধান্ত রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে তাপপ্রবাহকে আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে এখন থেকে রাজ্যে হিট স্ট্রোকে কারও মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সম্প্রতি ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

প্রতি বছর গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বহু মানুষের অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যুর ঘটনা সামনে আসে। এই সমস্যা মোকাবিলায় দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার ভাবনা-চিন্তা করছিল। গত অগাস্ট মাসে মুখ্যসচিব মনোজ পন্থ-এর সভাপতিত্বে হওয়া বৈঠকেই এই আর্থিক সাহায্যের প্রস্তাব চূড়ান্ত হয়। এরপর রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্ষতিপূরণের জন্য ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া আবশ্যক। রিপোর্ট যাচাইয়ের পরেই ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ প্রদান করা হবে। এর আগে বজ্রাঘাত, দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, নৌকাডুবি, গাছ পড়ে বা দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে আসছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো হিট স্ট্রোক।

শুধু তাপপ্রবাহই নয়, নতুন তালিকায় আরও ১৪টি প্রাকৃতিক দুর্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন এবং বিষাক্ত প্রাণীর কামড়ের মতো ঘটনা। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য গ্রীষ্মকালে ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও তার প্রাণঘাতী প্রভাব মোকাবিলা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top