তাপপ্রবাহের জেরে পথচলতি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী বীরভূম জেলা ট্রাফিক পুলিশ

তাপপ্রবাহের জেরে পথচলতি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী বীরভূম জেলা ট্রাফিক পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তাপপ্রবাহের জেরে পথচলতি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী বীরভূম জেলা ট্রাফিক পুলিশ। এমনিতেই পশ্চিমী জেলা হওয়ার কারণে প্রতিবছর বীরভূমের তাপমাত্রা বেশি থাকে। তার ওপরে চলতি বছর দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূমেও বেড়েছে তাপমাত্রা। গত মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪১.৯ ডিগ্রী সেলসিয়াসে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না জেলার বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে যারা নিত্য বাড়ির বাইরে বের হন তাদের অবস্থা খুবই আশংকাজনক।

 

কারণ অনেকেই আছেন যাদের বাড়ি থেকে না বেরোলে উপায় নেই। তবে বাড়ী থেকে রাস্তায় বের হলেও তাদের ছাতা মাথায় অথবা কাপড় ঢাকা নিয়ে পথ চলতে লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে এখনই মুক্তি মিলবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবারও আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

 

এদিনও তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এর পাশাপাশি এদিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রী পার করতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, এই তাপপ্রবাহে রাস্তায় বের হওয়া সাধারণ পথচলতি মানুষদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা ট্রাফিক পুলিশ। পথচলতি মানুষদের হাতে পানীয় জল এবং ওআরএস তুলে দিলেন তাঁরা৷ এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রগুলোতে ওআরএস এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের বন্দোবস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ৷।

আরও পড়ুন – সার্বিকভাবে শেষ হল উচ্চমাধ্যমিক- কবে বেরোবে ফলাফল!

উল্লেখ্য, এমনিতেই পশ্চিমী জেলা হওয়ার কারণে প্রতিবছর বীরভূমের তাপমাত্রা বেশি থাকে। তার ওপরে চলতি বছর দক্ষিণবঙ্গের পাশাপাশি বীরভূমেও বেড়েছে তাপমাত্রা। গত মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৪১.৯ ডিগ্রী সেলসিয়াসে। পাশাপাশি হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না জেলার বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে যারা নিত্য বাড়ির বাইরে বের হন তাদের অবস্থা খুবই আশংকাজনক। তাপপ্রবাহের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top