নিজস্ব সংবাদদাতা,দঃ ২৪ পরগনা ,৯ ই আগস্ট :তামাক ও তামাকজাত দ্রব্যের কি ভয়ংকর প্রভাব মানব সমাজে তা সবার জানা।তবুও যুব সমাজ বারবার তামাকের নেশায় মশগুল হয়ে পড়ছে। এতে শুধু পকেট পুড়ছে না ফুসফুস ও পুড়ছে। তাই কলেজ পড়ুয়াদের সচেতন করতে একটি বিশেষ সেমিনারের ব্যবস্থা করল ভাঙড় মহাবিদ্যালয় ও জেলা স্বাস্থ্য দপ্তর।
তামাক সেবনের কুফল নিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বীরবিক্রম রায়, অধ্যাপক নীরুপম আচার্য্য এবং জেলা টোব্যাকো কন্ট্রোলার মৌলি গুপ্ত, সমাজ সেবক শ্রীতমা ঘোষ প্রমুখ। এদিন কলেজে এ সংক্রান্ত এক সেমিনারে ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। তামাকের কুফল নিয়ে কলেজ পড়ুয়ারাই ছবি আকে। সেরা তিনজনকে পুরষ্কৃত করা হয়।
মৌলি গুপ্ত বলেন, কলেজের ১০০ মিটারের মধ্যে তামাক সেবন ও বিক্রি করলে ২০০ টাকা জরিমানা করা হবে। ছেলে মেয়েদের সচেতন করার জন্য গোটা রাজ্য জুড়েই আমরা সচেতনতা শিবির করে থাকি। অধ্যক্ষ বলেন, আমরা কলেজের বিভিন্ন জায়গায় হঠাত অভিযান চালাই ছেলে মেয়েরা তামাকজাত দ্রব্য সেবন করছে কিনা। আগামীদিনে অভিযান ও সচেতনতা দুটোই সমানতালে চলবে।