ভাইরাল – তামিলনাড়ুর কোয়েম্বত্তুর জেলার পুণ্ডি গ্রামের আরুলমিগু ভেল্লিনগিরি আন্দাভার থিরুকোভিল মন্দিরে বৃহস্পতিবার দর্শনার্থীরা হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন। মন্দিরের ভিতরে পুজো চলাকালীন এক বুনো দাঁতাল ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে দর্শনার্থীরা দিশাহীনভাবে মন্দির চত্বরে দৌড়াতে থাকেন।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্দিরটি জঙ্গলের খুব কাছেই অবস্থিত। দাঁতালটি দরজা দিয়ে গর্ভগৃহ পর্যন্ত ঢুকে পড়ে। বুনো হাতির উপস্থিতি দেখেই দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে ছুটে পালায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে।
ঘটনাস্থলে পৌঁছে বন দফতরের কর্মীরা দাঁতালটিকে উদ্ধার করে নিরাপদভাবে জঙ্গলে ছেড়ে দেন। কোনও দর্শনার্থী আহত হননি।
মন্দির কর্তৃপক্ষ এবং বনবিভাগের আধিকারিকদের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দিরের চারপাশে ১০ ফুট উঁচু দেওয়াল নির্মাণের। অক্টোবরের শেষের দিকে দেওয়াল নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে নেওয়া হয়েছে।
