বিনোদন – বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দিদি-বোনেরা স্নেহভরে ভাইদের কপালে ফোঁটা দেন। এই শুভ দিনে পিছিয়ে নেই টলিউড তারকারাও। একে একে সবাই শেয়ার করেছেন তাঁদের ভাইফোঁটা উদযাপনের মনোমুগ্ধকর মুহূর্ত।
টলিউড মেগাস্টার দেবের ভাইফোঁটার ছবি ইতিমধ্যেই ভাইরাল। পাস্টিকের রঙিন মাদুরের উপর হাঁটু মুড়ে বসে আছেন দেব, সামনে সাজানো কাজু বরফি, আর পাশে তাঁদের আদরের পোষ্য। দেবের কপালে ফোঁটা দিচ্ছেন তাঁর বোন দিপালী দত্ত। মুহূর্তটি সরল অথচ ভালোবাসায় ভরা। দেবের বোন দিপালী যদিও বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, তবু দাদার প্রতিটি গুরুত্বপূর্ণ ইভেন্টে উপস্থিত থাকেন তিনি। দক্ষিণ কলকাতায় তাঁর নিজস্ব একটি স্যালোঁ আছে, আর বিবাহবিচ্ছেদের পর এখন দেব ও তাঁদের বাবা-মায়ের সঙ্গেই থাকেন। দেবের শ্যুটিং, ট্রেলার লঞ্চ, কিংবা ইভেন্ট—সব জায়গাতেই দেখা যায় দিপালীকে।
অন্যদিকে কোয়েল মল্লিক ভাগ করে নিয়েছেন মল্লিক পরিবারের ভাইফোঁটার রঙিন ছবি। তাঁর ছেলে কবীর ও মেয়ে কাব্য—এ বছরের ভাইফোঁটাতেই প্রথমবার অংশ নিল তারা। গোলাপি লেহেঙ্গায় কাব্য, আর হলুদ পাঞ্জাবিতে কবীর—দু’জনের ভাইবোনের স্নেহের সেই মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, কাব্যের কাছ থেকে ফোঁটা পেয়ে উচ্ছ্বসিত কবীর। পাশাপাশি, কোয়েলের কাকা রঞ্জিত মল্লিকও এদিন বোনের কাছ থেকে ফোঁটা নিয়েছেন।
তবে শুধু তারকার বাড়িতেই নয়, টলিপাড়ার নায়িকাদের জমকালো সমাবেশও দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, যিনি এদিন গেয়েছিলেন এক মন ছোঁয়া লোকসঙ্গীত। তাঁর গানের তালে তাল মিলিয়ে নেচেছেন মানালী দে, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, কৌশানী মুখোপাধ্যায়, তৃণা সাহা, জুন মালিয়া, অপরাজিতা আঢ্য এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মতো জনপ্রিয় অভিনেত্রীরা।


















