তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ১০ দফার দাবি নিয়ে ডেপুটেশন

তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ১০ দফার দাবি নিয়ে ডেপুটেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে ১০ দফার দাবি নিয়ে ডেপুটেশন জমা । সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে আজ নিম্নলিখিত ১০ দফার দাবিতে ডেপুটেশন দিলেন তারকেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক কে, এখানে মোট ১০ দফা দাবি রাখা হয়েছে, যেমন দাবিগুলি হল ১ আমন ধানের শোষক পোকায় ক্ষতিগ্রস্ত চাষীদের বীমা প্রদান করতে হবে,

 

২ আলু চাষের সার ও বীজে কালোবাজারি বন্ধ করতে হবে, ৩ আলু চাষে মরশুমে সমবায় ও ব্যবসায়ীদের সারব বিক্রয়ে ট্র্যাগিন বাতিল করতে হবে, ৪ সরকারি মাধ্যমে ধান ক্রয় কেন্দ্রগুলিতে চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে হবে, ৫ অবিলম্বে ১০০ দিনের কাজ চালু ও বকেয়া মজুরি দিতে হবে, ৬ ফিঙ্গারপ্রিন্ট গডমিলের কারণে রেশন কার্ড বাতিল করা চলবে না,

 

৭ গৃহহীনদের গৃহ নির্মাণ অগ্রাধিকার দিতে হবে, ৮ সমবায় সমিতিতে লুঠ বন্ধ করে নির্বাচিত বোর্ড গঠন করতে হবে, ৯ সরকারকে কৃষকদের ফসল কিনে অভাবী বিক্রিরোধ করতে হবে, ১০ সকল যোগ্য বার্ধক্য ও বিধবা ভাতা প্রাপকদের মাসিক ৬০০০ টাকা করে ভাতা দিতে হবে, এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আজকে ১০ দফার দাবিতে ডেপুটেশন দেওয়া হলো তারকেশ্বর সমষ্টি উন্নয়ন দপ্তর আধিকারিক কে, এই দিন উপস্থিত ছিলেন তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন এর সদস্য ও নেতৃবৃন্দরা,

আরও পড়ুন – হস্টেলে ফি বৃদ্ধির প্রতিবাদে ঘেরাও প্রেসিডেন্সির ডিন

উল্লেখ্য, সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে আজ নিম্নলিখিত ১০ দফার দাবিতে ডেপুটেশন দিলেন তারকেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক কে, এখানে মোট ১০ দফা দাবি রাখা হয়েছে, যেমন দাবিগুলি হল ১ আমন ধানের শোষক পোকায় ক্ষতিগ্রস্ত চাষীদের বীমা প্রদান করতে হবে,

 

২ আলু চাষের সার ও বীজে কালোবাজারি বন্ধ করতে হবে, ৩ আলু চাষে মরশুমে সমবায় ও ব্যবসায়ীদের সারব বিক্রয়ে ট্র্যাগিন বাতিল করতে হবে, ৪ সরকারি মাধ্যমে ধান ক্রয় কেন্দ্রগুলিতে চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে হবে, ৫ অবিলম্বে ১০০ দিনের কাজ চালু ও বকেয়া মজুরি দিতে হবে, ৬ ফিঙ্গারপ্রিন্ট গডমিলের কারণে রেশন কার্ড বাতিল করা চলবে না,

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top