Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
In the Tarapith they worship is the mother in Tantra

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তারা

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। আজ কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠে ভক্তদের সমাগম। কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠ মন্দিরে সাড়ম্বরে রীতি মেনে বিশেষ পুজোর আয়োজন। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মঙ্গলারতি।

 

এদিন  দুপুরে ভোগ নিবেদন করা হবে মাকে। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হবে ৮০ কেজি দুধ দিয়ে। সন্ধেয় সন্ধ্যারতির পর রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

 

আর ও পড়ুন   কালীপুজোর রাতেই রাজ্যে বেশ খানিকটা পারদ নামতে পারে

 

তারাপীঠ মন্দির সুত্রে জানা গিয়েছে,   তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, বশিষ্ঠ মুনি একবার দেবীর মাতৃরূপ দর্শন করতে চান। তখন দেবী মাতৃরূপে দর্শন দেন তাঁকে। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। তাই এটি সিদ্ধ পীঠ নামেও পরিচিত।

 

উল্লেখ্য, আজ কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠে ভক্তদের সমাগম। কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠ মন্দিরে সাড়ম্বরে রীতি মেনে বিশেষ পুজোর আয়োজন। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মঙ্গলারতি। এদিন  দুপুরে ভোগ নিবেদন করা হবে মাকে। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হবে ৮০ কেজি দুধ দিয়ে।

 

সন্ধেয় সন্ধ্যারতির পর রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তারাপীঠ মন্দির সুত্রে জানা গিয়েছে,   তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, বশিষ্ঠ মুনি একবার দেবীর মাতৃরূপ দর্শন করতে চান।

 

তখন দেবী মাতৃরূপে দর্শন দেন তাঁকে। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। তাই এটি সিদ্ধ পীঠ নামেও পরিচিত। তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। আজ কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠে ভক্তদের সমাগম। কালীপুজো উপলক্ষ্যে  তারাপীঠ মন্দিরে সাড়ম্বরে রীতি মেনে বিশেষ পুজোর আয়োজন।

 

তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মঙ্গলারতি। এদিন  দুপুরে ভোগ নিবেদন করা হবে মাকে। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হবে ৮০ কেজি দুধ দিয়ে। সন্ধেয় সন্ধ্যারতির পর রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top