তারাপীঠে পুজো দিয়ে আসন্ন বিধানসভা ভোট কটি আসন পাবে বিজেপি জানালেন দিলীপ ঘোষ

তারাপীঠে পুজো দিয়ে আসন্ন বিধানসভা ভোট কটি আসন পাবে বিজেপি জানালেন দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬জানুয়ারি ২০২১ বীরভূম: মাসখানেক আগেই তারাপীঠে তারা মায়ের পুজো দিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, ‘এবার তৃণমূল ২২০ থেকে ২৩০টি আসন পাবে।’

আর এবার তারা মায়ের পুজো দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন আসন্ন বিধানসভায় বিজেপি কতগুলি আসন পেতে চলেছে।মঙ্গলবার সাতসকালেই তারাপীঠ মন্দিরে হাজির হন দিলীপ ঘোষ। সেখানে তারা মায়ের পূজা দেন। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলে প্রশ্ন ওঠে, এই তারাপীঠেই তারা মায়ের পুজো দিয়ে অনুব্রত মণ্ডল দাবি করেছেন, তারা ২২০ থেকে ২৩০টি আসন পেতে চলেছে। আর এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “সবার চাওয়ার অধিকার আছে। মা জানেন কে কি রকম, কাকে কি রকম দেবে। তার উপরেই ভরসা করা উচিত।”পাশাপাশি দিলীপ ঘোষ জানান, “বাংলায় শান্তি ও সমৃদ্ধি আসুক। সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারেন। বাংলার উন্নতি হোক। বাংলার মানুষ যেন বাংলা ছেড়ে বাইরে না যান। এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম।” এর পাশাপাশি প্রশ্ন ওঠে বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে কত আসন পেতে চলেছে?আসন সংখ্যা নিয়ে এই প্রশ্নের উত্তর শুনেই দিলীপ ঘোষ জানান, “এই বার ২০০ পার।” অর্থাৎ অনুব্রত মণ্ডল দাবি করেছেন ২২০-২৩০ আর একইভাবে দিলীপ ঘোষের দাবি, ২০০ পার। আর এই দুই নেতার দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন বিধানসভায় কি ফলাফল আসতে চলেছে তার দিকেই তাকিয়ে বাঙালিরা।

আরও পড়ুন…স্কুলের ছাত্র-ছাত্রীদের ছাড়াই প্রজাতন্ত্র দিবস পালিত হল পূর্ব মেদিনীপুর জেলায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top