বন্ধ হয়ে থাকা পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দিরের তালা খুলে গেল জনসাধারণের জন্য

বন্ধ হয়ে থাকা পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দিরের তালা খুলে গেল জনসাধারণের জন্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গন্ডগোলের জেরে বন্ধ হয়ে থাকা পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দিরের তালা খুলে গেল জনসাধারণের জন্য.
দীর্ঘ পাঁচ মাস পর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠের তারা মায়ের মন্দিরের দরজা খুললো আজ মঙ্গলবার থেকে। দীর্ঘ প্রায় পাঁচ মাসের বেশী সময় স্থানীয় কিছু বিবাদের জেরে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। প্রতিদিন এই মন্দিরে বহু দর্শনার্থী পূজো দিতে আসতেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মাত্র একবছরে রীতিমতো জনপ্রিয় হয় সাধারন তারামায়ের ভক্তদের কাছে।

 

 

কিন্তু কিছু সমস্যার কারনে বন্ধ হয় গত ১৫ ই জানুয়ারী থেকে।
২০২১শের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল এই বীরভূমের তারাপীঠের আদলে তৈরি পাঁশকুড়ার তারাপীঠ মন্দির,যা দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিতি পায়। ২০২২শের জানুয়ারির ১৫তারিখ গন্ডগোল হয়ে বন্ধ হয়ে গিয়েছিল মন্দিরের মূল দরজা।

 

 

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ফের খুলছে মন্দিরের দরজা।মন্দির খোলার খবর পেয়ে সকাল থেকেই মানুষজন ভিড় জমাতে শুরু করেছে মন্দির চত্বরে। আসছেন জেলার বিভিন্নপ্রান্ত থেকে বহু ভক্ত।

 

ফের মন্দিরের দ্বার খুলতে খুশি দেখা গেল দর্শনার্থীদের মধ্যে।
স্থানীয় কিছু বিবাদের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় তারাপীঠ মন্দিরের মূল দরজা। দূরদুরান্ত থেকে এসে ফিরে যেতে হয়েছিল অসংখ্য ভক্ত দর্শনার্থীদের। এদিন মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খুলে যায় মন্দিরের মূল দরজা। আসতে শুরু করে ভক্তরা।

 

আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম

মন্দির লাগোয়া বিভিন্ন দোকানপাট বন্ধ হয়েছিল, তাও ধীরে ধীরে খুলতে শুরু করেছে। আবারও আগের মতো স্বাভাবিক ছন্দ ফিরে পায় পাঁশকুড়ার দ্বিতীয় তারাপীঠ মন্দির। এদিন এই মন্দিরে বৃহন্নলা সম্প্রদায়ের মানুষজনেরা উপস্থিত থেকে প্রায় ২৫লিটার দুধ দিয়ে মন্দির চত্বর শুদ্ধিকরন করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top