বীরভূম – বীরভূম জেলায় সেপ্টেম্বর মাস জুড়ে “অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন” উদ্যোগে চলছে নাবালিকা বিয়ে রোধে সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে ১২ই সেপ্টেম্বর তারাপীঠ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান।
এদিন মন্দিরের সভাপতি তারাময় মুখার্জি জানান, এখনও গ্রামাঞ্চলে বহু ক্ষেত্রে বাবা-মা মেয়েদের আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন। অনেক সময় আবার নাবালিকারা নিজেরাও পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। এই প্রবণতা রুখতেই মন্দির কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, তারাপীঠ মন্দিরে বিয়ের আগে ছেলে-মেয়ের বয়সের সরকারি নথি যেমন আধার কার্ড পরীক্ষা করা হয়। আইন অনুযায়ী নির্ধারিত বয়স পূর্ণ না হলে মন্দিরে কোনো বিয়েই সম্পন্ন হয় না। প্রয়োজনে নেওয়া হয় আইনানুগ পদক্ষেপও।
তারাময় মুখার্জির বক্তব্য অনুযায়ী, ধর্মীয় স্থান থেকে এভাবে বার্তা ছড়ালে গ্রামীণ সমাজের মানুষ ধীরে ধীরে নাবালিকা বিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হবেন। আয়োজকদের আশা, এর ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ হবে।




















